নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের সোমবার নারদ কান্ডে গ্রেপ্তার হন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়। সাথে সাথে গ্রেপ্তার হন তৃণমূলের আরেক বিধায়ক মদন মিত্র এবং হেভিওয়েট নেতা শোভন চ্যাটার্জি। এরপর ধৃতদের নিয়ে মামলা ওঠে আদালতে। প্রথমে অন্তর্বর্তী জামিন, পরে জামিন খারিজ, পরে আবার গৃহবন্দি। এই পর্যন্ত ফলাফলের ঠেকেছে এই মামলা। আর আজ অর্থাৎ বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি।
তবে এমন দিনে নারদ মামলার শুনানি হচ্ছে যা মনে গেঁথেছে নেটিজেনদের। এমনটাই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু হঠাৎ নারদ মামলার শুনানির সাথে এই দিনটি নেটিজেনদের মনে রাখার কারণ কি? আসলে আজ অর্থাৎ ২৭ মে নারদ জয়ন্তী। আর এই দিনেই কাকতালীয় বা অদ্ভুত সমাপতন যাই বলুন না কেন নারদ মামলার শুনানির দিন পড়ায় তা স্বাভাবিকভাবেই নেটিজেনদের মনে গাঁথতে শুরু করেছে।
নারদের জন্ম কথা বেশ জটিল। ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং শ্রীমদ্ভাগবত গীতা ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। পুরাণ মতে নারদের বাবা তার কোনো দায়িত্ব নেন নি এবং মা কলাবতীর মৃত্যু হয় সাপের কামড়ে। এরপর নারদ ঋষিদের পায়ে পায়ে ঘুরে বেড়াতেন এবং ঋষিদের উচ্ছিষ্ট খাবার খেতেন। বলা হতো এই উচ্ছিষ্ট খাবার ভগবান বিষ্ণুকে নিবেদন করা প্রসাদ। আর সেই উচ্ছিষ্ট খাবার খেতে খেতেই নারদের মধ্যে বিষ্ণু ভক্তি জন্ম নেয়। তারপর তার নাম গান করেই দেবকুলে তাঁর প্রবেশ এবং অগাধ পাণ্ডিত্যের অধিকারী হয়েছিলেন।
[aaroporuntag]
তবে নারদ জয়ন্তীতে পুজো করা হয় তার ভগবান বিষ্ণুর। আর এই দিন এই তিথিতে পুণ্য লগ্নে রয়েছে সকাল ১১ টা ৫০ থেকে দুপুর ১২ টা ৫০ এবং দুপুর ২ টো ৪২ মিনিট থেকে বিকাল ৪ টে ৭ মিনিট পর্যন্ত। আর এই দ্বিতীয় পর্যায়ের পুণ্য লগ্নের মাঝেই দুপুর দুটো থেকে কলকাতা হাইকোর্টে শুরু হবে নারদ মামলায় ৪ হেভিওয়েট নেতার শুনানি, হবে তাদের ভাগ্য নির্ধারণ। আর এখন দেখার বিষয় এদিন এই চার হেভিওয়েট নেতা গৃহবন্দি কাটিয়ে জামিন পাচ্ছেন কিনা?