নিজস্ব প্রতিবেদন : ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা মুকেশ আম্বানির রিলায়েন্স Jio গ্রাহকদের সুবিধার্থে সম্প্রতি নতুন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো। নতুন এই রিচার্জ প্ল্যানটি হল ৯৮ টাকার। বর্তমান পরিস্থিতিতে ১০০ টাকার নিচে এই রিচার্জ প্ল্যান আসার দরুন বেশ উপকৃত হবেন গ্রাহকরা বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
৯৮ টাকার রিচার্জ প্ল্যানটি হলো স্মার্টফোন গ্রাহকদের জন্য। এতে রয়েছে আনলিমিটেড কলের সাথে এসএমএস এবং ডেটা। চলুন দেখে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যানে ঠিক কি কি সুবিধা পাওয়া যাবে।
৯৮ টাকা : ৯৮ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন প্রতিদিন ১.৫ GB হাই-স্পিড ডেটা। ডেইলি ডেটার কোটা শেষ হয়ে যাওয়ার পরও 64 Kbps-এ ইন্টারনেট ব্যবহার করা যাবে। পাশাপাশি রয়েছে দেশের যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যেই কলিংয়ের সুবিধা। এছাড়াও রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস। প্ল্যানটির বৈধতা ১৪ দিনের জন্য।
[aaroporuntag]
এই প্ল্যানে Jio গ্রাহকরা মোট ২১ GB ডেটা পাবেন। অন্যান্য অফারের মধ্যে এই প্ল্যানে সমস্ত Jio Apps অর্থাৎ JioTV, JioCinema, JioNews, JioSecurity এবং JioCloud – ইত্যাদি একাধিক অ্যাপস ফ্রি-তেই ব্যবহার করার সুযোগ পাবেন গ্রাহকরা।