ATM থেকে টাকা তোলা, চেকবই, SBI গ্রাহকদের বাড়লো খরচ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য একাধিক ক্ষেত্রে নতুন করে চার্জ বসাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আর এই নতুন সিদ্ধান্তের কারণে বর্তমান করোনা পরিস্থিতিতে অসুবিধার সম্মুখীন হতে হবে গ্রাহকদের বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

Advertisements

Advertisements

নির্ধারিত ওই দিন থেকে যে সকল ক্ষেত্রে আলাদা করে চার্জ বসানো হচ্ছে সেই সকল ক্ষেত্রগুলি হল এটিএম থেকে টাকা তোলা, চেকবই ইস্যু করা ইত্যাদি। সেভিংস অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের ক্ষেত্রে এই চার্জ বসানো হচ্ছে। তবে ন্যূনতম ব্যালেন্স রাখার ক্ষেত্রে রেহাই দিয়েছে ব্যাঙ্ক। জানানো হয়েছে এখন ন্যূনতম ব্যালেন্স না রাখলেও হবে।

Advertisements

এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন যে নিয়ম লাগু হচ্ছে তাতে বলা হয়েছে মাসে চার বার পর্যন্ত টাকা তুললে কোন রকম আলাদা চার্জ দিতে হবে না। তবে চার বারের বেশি অর্থাৎ পঞ্চম বার থেকে যতবার টাকা তোলা হবে সে ক্ষেত্রে গ্রাহকদের চার্জ হিসাবে ১৫ টাকা এবং জিএসটি দিতে হবে।

চেকবইয়ের ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকরা বিনামূল্যে ১০ পাতার একটি চেকবই পাবেন। তবে এরপর ১০ পাতার চেকবই পাওয়ার ক্ষেত্রে গ্রাহকদের ৪০ টাকা সাথে জিএসটি খরচ করতে হবে। ২৫ পাতার চেক বই নেওয়ার ক্ষেত্রে খরচ করতে হবে ৭৫ টাকা সাথে জিএসটি। তবে এই সকল নিয়ম প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে লাগু হবে না।

Advertisements