নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সবসময় উপভোক্তাদের প্রাপ্য সরাসরি দেওয়ার পক্ষপাতী। যে কারণে বারংবার একাধিক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে মোদি সরকারকে। উদাহরণ স্বরূপ বলা যায় রান্নার গ্যাসের ভর্তুকি, কৃষকদের বিভিন্ন প্রকল্প ইত্যাদি। আর এবার ঠিক একই পথে হেঁটে কেন্দ্র পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করলো। যে ঘোষণায় কেন্দ্রের তরফ থেকে ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর এই টাকা প্রায় ১২ কোটি পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে বলেই জানানো হয়েছে।
কেন্দ্রের তরফ থেকে এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে মিড ডে মিল প্রকল্পের জন্য। নতুন ঘোষণা অনুযায়ী এই প্রকল্প চালু হলে আর হাতে হাতে মিড ডে মিল অথবা মিড ডে মিল সামগ্রী দেওয়া হবে না। পরিবর্তে ধার্য করা খাদ্য সামগ্রীর অর্থ সরাসরি পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে ঢুকিয়ে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানিয়েছেন, “কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে সরকারি এবং সরকারি সহায়ক স্কুলগুলিতে যে সকল পড়ুয়ারা মিড ডে মিলের সুবিধা পেয়ে থাকেন অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা উপকৃত হবেন। এই সকল পড়ুয়াদের সংখ্যা প্রায় ১২ কোটি (১১ কোটি ৮০ লক্ষ)। এই প্রকল্পের জন্য কেন্দ্রের তরফ থেকে আলাদা করে ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।”
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, “কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে বর্তমান করোনাকালে পড়ুয়াদের পুষ্টিকর খাবার এবং সুরক্ষার বিষয়টি আরও দৃঢ় করবে। সরাসরি পাওয়া টাকা থেকে তারা এবং তাদের অভিভাবকরা নিজেদের পছন্দমতো খাদ্য সামগ্রী কিনতে পারবেন। যা এই করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের শরীরে পুষ্টি যোগাবে।”
About 11.8 crore students to be benefited as GoI to provide Monetary Assistance through Direct Benefit Transfer (DBT) under the MDM Scheme. An additional fund of about Rs. 1200 Cr to be provided for this purpose. (1/5)
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) May 28, 2021
(5/5) This onetime special welfare of the union Government measure will benefit about 11.8 crore children studying in class I to VIII in 11.20 lakh Government and Government aided schools across the country.
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) May 28, 2021
[aaroporuntag]
বর্তমানে করোনা পরিস্থিতিতে গত বছর থেকে বন্ধ রয়েছে দেশের বেশিরভাগ স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষাক্ষেত্র। এই পরিস্থিতিতে যে সমস্ত পড়ুয়ারা মিড ডে মিলের আওতাভুক্ত, তাদের রান্না করা খাবারের পরিবর্তে খাদ্য সামগ্রী অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়ে আসছে। তবে এবার কেন্দ্রের তরফ থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। তবে এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকরী করা হবে তা জানানো হয়নি।