এককালীন ১০ লক্ষ সহ আরও ৪ সুবিধা, করোনায় অনাথদের পাশে কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউ ভারতের জনজীবনকে ছিন্নভিন্ন করে দিয়েছে। এই দ্বিতীয় ঢেউয়ে প্রাণহানির সংখ্যা অনেক বেশি। পাশাপাশি অজস্র শিশু করোনায় তাদের বাবা মাকে হারিয়ে অনাথ হয়ে পড়েছে। আর এবার এই করোনায় অনাথ শিশুদের পাশে দাঁড়ালো কেন্দ্র। কেন্দ্রের তরফ থেকে আগেই এই সকল শিশুদের দায়িত্ব নেওয়ার ঘোষণা করেছিল। সেইমতো শনিবার তাদের কি কি সুবিধা দেওয়া হবে তার জানানো হলো।

Advertisements

Advertisements

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সকল অনাথ শিশুদের জন্য একাধিক ঘোষণা করেন। সেই সকল ঘোষণার মধ্যে রয়েছে এককালীন ১০ লক্ষ টাকা অনুদান সহ আরও চারটি বিশেষ সুবিধা। পাশাপাশি জানানো হয়েছে এই সকল শিশুদের দেখভালের দায়িত্বে থাকবে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। পাশাপাশি এই সকল সুবিধা পাওয়ার জন্য কোথায় আবেদন করতে হবে তাও জানানো হয়েছে।

Advertisements

১) করোনার কারণে অনাথ হওয়া প্রতিটি শিশুর ১৮ বছর পর্যন্ত শিক্ষার সমস্ত দায়িত্ব নেবে কেন্দ্র সরকার।

২) উচ্চশিক্ষার জন্য ঋণের সমস্ত ব্যবস্থা করে দেবে কেন্দ্র সরকার। পাশাপাশি ওই ঋণের যে সুদ তা বহন করবে কেন্দ্র।

৩) শিশুর ১৮ বছর বয়স পার হওয়ার সাথে সাথেই প্রতিমাসে চালু হয়ে যাবে ভাতা।

৪) অনাথ ওই শিশুর বয়স ২৩ বছর সম্পন্ন হলেই কেন্দ্রের তরফ থেকে এককালীন ১০ লক্ষ টাকা অনুদান স্বরূপ দেওয়া হবে।

৫) শুধু শিক্ষাই নয়, পাশাপাশি ওই সকল শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কেন্দ্রের তরফ থেকে প্রতিবছর ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্য বীমার বন্দোবস্ত করেছে।

আবেদন করার পদ্ধতি

[aaroporuntag]
কেন্দ্রের তরফ থেকে ওই সকল শিশুদের এই একগুচ্ছ সুবিধা তুলে দেওয়ার জন্য অনলাইনে আবেদন করার কথা বলা হয়েছে। এই মর্মে ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। আবেদন করতে হবে ‘বাল স্বরাজ’ পোর্টালে। সেখানে অনাথ শিশু নাম এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

Advertisements