‘একটা মোটা, একটা দাড়ি’, জামিন পেয়েই গান বাঁধলেন মদন মিত্র

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন। বরাবরই এমনটাই লক্ষ্য করা গিয়েছে তৃণমূল বিধায়ক মদন মিত্রের ক্ষেত্রে। তবে স্বভাব ভঙ্গিতে নিজেকে পরিবর্তন করলেও তিনি বরাবরই তৃণমূলের বিশ্বস্ত সৈনিক হিসাবেই পরিগণিত হয়ে আসছেন।

Advertisements

এইতো দিন চারেক আগের কথা, যেদিন মদন মিত্র এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের জানালায় দাঁড়িয়ে মূকাভিনয়ের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, তাঁর শরীর ভীষণ খারাপ। এরপর গত শুক্রবার নারদ মামলায় ধৃত এই তৃণমূল বিধায়ক অন্যান্য তিন হেভিওয়েট নেতার মত কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পান। জামিন পেয়ে অন্যান্যরা বাড়ি ফিরলেও এখনো বাড়ি ফেরা হয়নি মদন বাবুর। তবে বাড়ি না ফিরলেও শনিবার তাকে খোশ মেজাজেই দেখা গেল হাসপাতালে।

Advertisements

এদিন তিনি হাসপাতাল থেকে একটি ফেসবুক লাইভ করেন। আর সেই ফেসবুক লাইভে জানিয়ে দেন, ‘ও লাভলী, কাল থেকে আবার দেখা হচ্ছে কামারহাটিতে’। শুধু তাই নয়, এদিন ফেসবুক লাইক করার সময় কালো পাঞ্জাবি, কালো সানগ্লাস পড়ে তাকে রবীন্দ্র সংগীত থেকে শুরু করে নিজের তৈরি করা গানও গাইতে দেখা যায়। তিনি গানে গানে বিঁধেছেন, ‘দিল্লি থেকে প্লেনে করে আনছে করোনা। একটা মোটা, একটা দাড়ি চিন্তা করো না। দিদির কাছে আছে এদের ভ্যাকসিন।’

Advertisements

অন্যদিকে মদন মিত্রের ছেলে হাসপাতালে মদন মিত্রের সাথে দেখা করে ফেরার পর সাংবাদিকদের জানিয়েছিলেন, তার বাবার একটা টিউমার রয়েছে। তার জন্য ওষুধপত্র চলছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে কবে বাবাকে হাসপাতাল থেকে ছাড়া হবে।

[aaroporuntag]
তবে শনিবার ফেসবুক লাইভ থেকে যা বোঝা যাচ্ছে তাতে মদন বাবু রবিবারই বাড়ি ফিরছেন। এটাও জানা যাচ্ছে যে বাড়ি ফিরলেও তাকে আগামী বেশ কয়েকদিন বাড়িতেই বিশ্রামে থাকতে হবে। অন্যদিকে মদন মিত্র অন্য একটি ফেসবুক লাইভে জানিয়েছিলেন, ‘আমিতো স্বেচ্ছায় পিজিতে আসিনি। চিকিৎসকদের পরামর্শেই এসেছি।

Advertisements