তুলে নেওয়া হবে পুরাতন নোট, বাজারে আসছে ঝাঁ-চকচকে নতুন ১০০ টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সম্প্রতি বার্ষিক রিপোর্টে পুরাতন এবং নতুন নোট নিয়ে একাধিক সিদ্ধান্ত জানানো হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, তারা এবার বাজারে নতুন ধরনের ১০০ টাকার নোট আনতে চলেছে।

Advertisements

Advertisements

নতুন ধরনের এই ১০০ টাকার নোট চলতি অর্থবর্ষে প্রায় ১ কোটি ছাপানো হবে বলে জানা যাচ্ছে। তবে নতুন ধরনের এই নোট বাজারে আনার আগে ফিল্ড ট্রায়াল করা হবে। তারা সফল হলেই বাজারে আনা হবে। আর নতুন নোট বাজারে আসার সাথে সাথেই ধীরে ধীরে পুরাতন ১০০ টাকার নোট তুলে নেওয়া হবে।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন ধরনের যে ১০০ টাকার নোটের কথা বলা হয়েছে তার বেশ কতকগুলি বৈশিষ্ট্য রয়েছে। জানা যাচ্ছে, এই নোটগুলি এমনভাবে তৈরি করা হচ্ছে যা সহজে জলে ভিজবে না, সহজে ছিঁড়বে না অথবা সহজে কাটা যাবে না। মূলত এই নোট তৈরি করা হচ্ছে বার্নিশ কোটিং দিয়ে। যার ফলে নোট যেমন ঝাঁ-চকচকে থাকবে ঠিক তেমনই নষ্ট হওয়ার হাত থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে।

এর পাশাপাশি এই নতুন ১০০ টাকার নোটগুলি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে যারা চোখে দেখতে পান না তাদের জন্য অনেকটা সুবিধাজনক হবে। এছাড়া আর কোন তেমন পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ মোট আগের মতোই গান্ধী সিরিজের থাকবে, নোটের ডিজাইনও থাকবে আগের মতই, নোটের রং বর্তমান ১০০ টাকার নোটের মতোই বেগুনি রাখা হবে।

[aaroporuntag]
জানা গিয়েছে, বর্তমানে বাজারে যে সকল ১০০ টাকার নোট রয়েছে তাদের পরমায়ু আড়াই বছর থেকে সাড়ে তিন বছর। সেক্ষেত্রে বাজারে যে নতুন বার্নিশ কোটিং ১০০ টাকার নোট আনা হচ্ছে তার পরমায়ু হবে কমকরে ৭ বছর।

Advertisements