নিজস্ব প্রতিবেদন : গত এক বছর ধরে বাজারে ৫০০ টাকার জাল নোটে ছড়াছড়ি হয়ে পড়েছে। আর এই বিষয়ে সম্প্রতি সতর্ক করা হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। ২০১৬ সালে হঠাৎ নোটবন্দির পর পুরাতন ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিল হওয়ার সাথে সাথে বাজারে আসে নতুন ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোট। তবে এই নতুন ৫০০ টাকার নোটই বর্তমানে বিপুল পরিমাণে জাল হতে শুরু করেছে এমনই পরিসংখ্যান উঠে এলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্যে। আর এই জাল নোট চেনার উপায় জানালো RBI।
তথ্য বলছে ২০২০-২০২১ অর্থবর্ষে নতুন ৫০০ টাকার নোটের জাল হওয়ার সংখ্যা আগের তুলনায় বেড়েছে ৩১.৩ শতাংশ। অন্যান্য ক্ষেত্রেও জাল নোটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে ৫০০ টাকার নোট যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ জাল নোটে পরিণত হয়েছে তা কপালে ভাঁজ ফেলছে আমজনতার।
তবে দুশ্চিন্তা বাড়লেও এই ৫০০ টাকার নোট আদান প্রদানের সময় সতর্ক ভাবে চলতে হবে সাধারণ মানুষকে। তারই পরিপ্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নোট চেনার যেসকল উপায়গুলি জানিয়েছে তা দেখে নেওয়া যাক একনজরে।
১) নতুন ৫০০ টাকার নোট আলোতে ধরলে স্পষ্টভাবে ৫০০ দেখা যাবে।
২) পুরাতন নোটের তুলনায় নতুন ৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধীর অবস্থান কিছুটা পরিবর্তিত হয়েছে। বর্তমানে মহাত্মা গান্ধীর অবস্থান নোটের অনেকটা মাঝামাঝি জায়গায় আনা হয়েছে।
৩) নতুন নোটিশে দেবনাগরী ভাষায় লেখা থাকবে ৫০০।
৪) গ্যারান্টি ক্লজ, প্রতিশ্রুতি বয়ান, গভর্নরের স্বাক্ষর ও আরবিআই লোগো গান্ধীজীর ছবি ডান দিকে থাকবে।
৫) নোটের উল্টো দিকে থাকবে লালকেল্লার ছবি।
৬) নোটের উল্টোদিকে বাঁদিকে থাকবে স্বচ্ছ ভারত লোগো।
৭) নোটিশ সিরিয়াল নম্বর বাঁ দিক থেকে ডান দিকে ছোট থেকে বড়।
৮) নোটের ডান দিকে রয়েছে অশোক স্তম্ভ।
৯) গভর্নরের স্বাক্ষরের নিচে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোগো।
১০) আলোর সামনে হালকা করে ধরলে নোটের ডান দিকে ৫০০ লেখার উপরে ভেসে উঠবে গান্ধীজীর ছবি।
১১) অশোক স্তম্ভের ঠিক উপরে ছোট করে গোলাকার ঘরে লেখা থাকবে ৫০০।
১২) নোটের উল্টোদিকে যথাক্রমে বাংলা সহ ১৫টি আঞ্চলিক ভাষায় কথায় লেখা থাকবে পাঁচশ টাকা।
১৩) স্বচ্ছ ভারত নগর নিচে হিন্দিতে লেখা থাকবে ‘এক কদম স্বচ্ছতা কি ওর’।