‘এত পড়া একসাথে! অনেক চাপ’, আদো আদো গলায় মোদিকে নালিশ ৬ বছরের খুদের

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা অতিমারি বদলে দিয়েছে প্রতিটি মানুষের জীবনযাপন। তবে সব থেকে বেশি যাদের জীবন বদলে গেছে তারা হলেন খুদেরা। অতিমারির কারণে লকডাউন অথবা কঠোর বিধিনিষেধের গেরোয় পরে তারা গৃহবন্দি অবস্থায় নিজেদের বন্ধুবান্ধব খেলার সঙ্গীদের থেকে আলাদা হয়ে পড়েছে।

Advertisements

বর্তমান সময়ে তারা স্কুল থেকে অনেক দূরে অনলাইনে আটকে পড়েছে। সেই স্কুল যাওয়া, খেলাধুলা, ক্লাসে সকলের সাথে পড়াশোনা করা, তারপর ছুটির ঘণ্টায় আনন্দে মেতে ওঠা, সব এখন অতীত। কবে আবার তারা স্বাভাবিক জীবনের ছন্দ ফিরে পাবে তা এখনো অবধি কারোর জানা নেই।

Advertisements

অন্যদিকে আবার সঙ্গী সাথী থেকে দূরে, স্কুল থেকে দূরে থাকলেও তাদের অনলাইনে প্রতিদিন পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে। দিন দিন বাড়ছে পড়াশোনার চাপ। আর এই চাপ সামলাতে না পেরে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নালিশ জানালেন ৬ বছরের এক খুদে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ওই খুদেকে নালিশ জানাতে দেখা যাচ্ছে।

Advertisements

ভাইরাল হওয়া ওই ৪৫ সেকেন্ডের ভিডিওতে ওই খুদেকে আদো আদো গলায় বলতে শোনা যাচ্ছে, “কেন রাখেন। এত কাজ হয় বড় বড় বাচ্চাদের। সকাল ১০ টা থেকে দুপুর দুটো পর্যন্ত আমার ক্লাস হয়। প্রথমে হয় ইংরেজি, তারপর অঙ্ক, তারপর উর্দু, তারপর পরিবেশ বিদ্যা, তারপর আবার কম্পিউটার। এত বেশি কাজ রাখা হয় বড় বাচ্চাদের জন্য। ছোট বাচ্চাদের জন্য কেন এত কাজ রাখেন মোদি সাহাব।”

আর এই সকল নালিশ জানানোর পর ওই খুদে কিছুক্ষণের জন্যে চুপ থাকেন। তারপর বলে ওঠেন, “কি আর করা যাবে। আস্সালওয়ালিকুম মোদী সাহেব। বাই।”

সোশ্যাল মিডিয়ায় এইভাবে প্রধানমন্ত্রীকে নালিশ জানানো ওই খুদের ভিডিও ইতিমধ্যেই ঝড় তুলে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই এই ভিডিওটি দেখে ফেলেছেন এবং হাজার হাজার রি-টুইট হয়েছে।

Advertisements