পড়াশোনার চাপে খুদের প্রধানমন্ত্রীকে নালিশ জানাতেই যা ঘটলো, তা যেন অবিশ্বাস্য

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ৬ বছর বয়সী এক কাশ্মীরি খুদে গত দুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। তার সোশ্যাল মিডিয়ার কেন্দ্রবিন্দু হয়ে পড়ার কারণ হলো, এই বয়সে এত পড়াশোনার চাপ সামলাতে না পেরে সে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নালিশ জানানোর জন্য একটি ভিডিও বার্তা দেন। তার আদো আদো গলায় সেই নালিশ সোশ্যাল নেটিজেনদের নজর কাড়ে, মন জয় করে নেয়। আর এরপর এই সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

Advertisements

ভিডিওতে ওই ৬ বছর বয়সী খুদেকে বলতে শোনা যায়, “এত কাজ থাকে বড় বাচ্চাদের। আমি যখন সকালে উঠি… সকাল ১০টা থেকে দুপুর দুটো পর্যন্ত হয় ক্লাস। প্রথমেই হয় ইংরেজি, তারপর অঙ্ক, তারপর উর্দু, তারপর বিজ্ঞান, এরপর আবার কম্পিউটার। এত বেশি কাজ বড় বাচ্চাদের জন্য। ছোট বাচ্চাদের জন্য এত কাজ কেন রাখেন মোদি সাহেব?”

Advertisements

আপাতদৃষ্টিতে এই খুদে নিজের মনের কথা বললেও তা যেন গোটা দেশের খুদেদের কথা দেশের সামনে তুলে ধরেছে। যে কারণে এই নালিশ জানানোর পর স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসতে হবে প্রশাসনকে। আর সেই মত পরবর্তীতে যে ঘটনা ঘটেছে তা যেন সকলের কাছে অবিশ্বাস্য।

Advertisements

ভিডিওটি নজরে আসতেই তা রি-টুইট করেছেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা। শুধু রি-টুইট করা নয়, তার পাশাপাশি তিনি লিখেছেন, “ওই খুদের অভিযোগ যথার্থ। আর এই অভিযোগ যথেষ্ট গুরুত্বের সাথে দেখছে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর। পাশাপাশি খুদের উপর পড়াশোনার চাপ কমানোর বিষয়টিও দেখছে ওই দপ্তর। হোমওয়ার্কের চাপ কমানোর জন্য যথার্থ নিয়ম তৈরি করার জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।”

খুদেদের পড়াশোনার চাপ নিয়ে নেটদুনিয়ায় আলোড়ন ফেলে দেওয়া ওই খুদের পরিচয় জানা না গেলেও সে যা করে দেখিয়েছে তা নজিরবিহীন বলেই মনে করছেন নেটিজেনরা। তার একটি মাত্র পদক্ষেপ, মাত্র ১ মিনিটের সামান্য কিছু বেশি সময়ের ভিডিও এইভাবে শিহরণ ফেলে দেবে তা যেন সকলের কাছে অবিশ্বাস্য হয়ে দাঁড়িয়েছে।

Advertisements