ফ্রিতে Google Photos-এর দিন শেষ, কত খরচ হবে জানানো সংস্থা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান অত্যাধুনিক যুগে মানুষের হাতে হাতে স্মার্টফোন। আর এই স্মার্টফোন ব্যবহারকারীদের অধিকাংশই ব্যবহার করে থাকেন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন। যে ফোনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকল্প হলো Google Photos। এযাবত এটি বিনামূল্যে ব্যবহার করা যেত। যত খুশি স্টোরেজ ব্যবহারের ক্ষেত্রে কোনরকম খরচ বহন করতে হতো না। তবে এবার এই ফ্রিতে Google Photos-এর স্টোরেজ ব্যবহারের দিন শেষ হলো।

Advertisements

Advertisements

১ জুন থেকে ১৫ জিবি পর্যন্ত Google Photos-এর স্টোরেজ ব্যবহার করা যাবে বিনামূল্যে। কিন্তু এর পরেই ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের গাঁটের কড়ি খসাতে হবে। চলুন দেখে নেওয়া যাক কত জিবি ব্যবহার করার ক্ষেত্রে কত খরচ করতে হবে গ্রাহকদের।

Advertisements

১) ১৫ জিবির পর যে ইউজেস দেওয়া হয়েছে তা হল ১০০ জিবি। এক্ষেত্রে তা ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের প্রতিমাসে ১৩০ টাকা করে গুনতে হবে। বার্ষিক প্যাক নিতে চাইলে খরচ পড়বে ১৩০০ টাকা। তবে একাধিক ব্যক্তি এই অ্যাক্সেস পাবেন।

২) পরবর্তী পর্যায়ে রয়েছে ২০০ জিবি স্টোরেজ। সেক্ষেত্রে ব্যবহারকারীদের প্রতিমাসে খরচ করতে হবে ২১০ টাকা। এই স্টোরেজের ক্ষেত্রেও রয়েছে বার্ষিক প্ল্যান। বছরে খরচ করতে হবে ২১০০ টাকা। প্রথম প্ল্যানের মতই একাধিক ব্যক্তি অ্যাক্সেস পাবেন।

৩) তৃতীয় যে প্ল্যান রয়েছে তা হলো ২ টিবি। এর জন্য ব্যবহারকারীদের প্রতি মাসে খরচ করতে হবে ৬৫০ টাকা। কেউ যদি বার্ষিক প্ল্যান নিতে চান সেক্ষেত্রে তাকে খরচ করতে হবে বছরে ৬৫০০ টাকা। এক্ষেত্রেও এই প্ল্যান নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া যাবে।

Google Photos-এর গুরুত্ব অপরিসীম। কারণ বর্তমান স্মার্টফোনের যুগে যখন আমরা ছবি তোলায় মত্ত থাকে সেই সময় সেই ছবি Google Photos স্টোরেজের মধ্যে থেকে যায়। ফলে ফোন থেকে ছবি ডিলিট করে দিলেও পরবর্তীতে এই Google Photos-এর মাধ্যমে ফিরে পাওয়া যায়। তবে এতদিন এর জন্য এক পয়সাও খরচ করতে হতো না। কিন্তু বর্তমান নিয়মে এবার থেকে এর জন্য ব্যবহারকারীদের অর্থ খরচ করতে হবে।

Advertisements