করোনা টিকা নিলেই FD-তে মিলবে বেশি সুদ, দুর্দান্ত অফার ব্যাঙ্কের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনার প্রথম ঢেউ দেশ ভালই ভালই পার করে দিলেও দ্বিতীয় ঢেউ নাজেহাল করে দিয়েছে। দ্বিতীয় ঢেউয়ে যে সংখ্যক মানুষের প্রতিদিন করোনাই আক্রান্ত হতে হয়েছে এবং প্রাণ হারাতে হয়েছে তা বিশ্বের কাছে একপ্রকার রেকর্ড। আর এই নাজেহাল অবস্থা থেকে বের হতে সরকারিভাবে নানান পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

Advertisements

দেশের প্রায় প্রতিটি রাজ্য এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেদের বার করার জন্য কঠোর বিধি নিষেধ, লকডাউন অথবা অন্যান্য পথ বেছে নিয়েছে। পাশাপাশি জোর দেওয়া হচ্ছে বিপুল সংখ্যক মানুষকে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন প্রদান করা। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় ভ্যাকসিনের চাহিদা বিপুল পরিমাণে বাড়লেও দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই ভ্যাকসিন দেওয়া থেকে দূরে সরে রয়েছেন। আর এই সকল মানুষদের ভ্যাকসিন দেওয়ার জন্য অভিনব পন্থা বেছে নিলো দেশের একাধিক ব্যাঙ্ক।

Advertisements

দেশের বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যারা করোনা ভ্যাকসিন নিয়েছেন তাদের FD অর্থাৎ ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে বেশি সুদ দেওয়া হবে। তবে এই অফার চলবে নির্দিষ্ট কয়েক দিনের জন্য। অর্থাৎ ব্যাঙ্কের ঘোষণা অনুযায়ী অফার চলাকালীন ভ্যাকসিন নিয়ে ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বাড়াতে পারবেন গ্রাহকরা।

Advertisements

যে সকল ব্যাঙ্কের তরফ থেকে এই অফার দেওয়া হয়েছে সেই সকল ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, করোনার প্রথম টিকা নেওয়ার পরেও গ্রাহকরা তাদের সেই টিকা নেওয়ার সার্টিফিকেট নিয়ে ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করতে পারবেন। তাতেও তারা এই অফার বহন করতে পারবেন। আপাতত এই নতুন অফার সম্পর্কে দুটি ব্যাঙ্কের বিস্তারিত বিবরণ জানা গিয়েছে। একটি হলো ইউকো ব্যাঙ্ক এবং অন্যটি হলো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

ইউকো ব্যাঙ্কের তরফ থেকে লঞ্চ করা এই অফারের নাম দেওয়া হয়েছে UCOVAXI-999। এই অফার চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। অফার চলাকালীন ভ্যাকসিন নেওয়া গ্রাহকরা ৯৯৯ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে উপর ৩০ বেসিস পয়েন্ট (bps) বেশি সুদের হার পাবেন। একইভাবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ১১১১ দিনের স্থায়ী আমানতের উপর ২৫ বেসিস পয়েন্ট (bps) বেশি সুদের হার দেওয়া হচ্ছে।

Advertisements