নিজস্ব প্রতিবেদন : করোনার ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য আমাদের প্রত্যেকের করোনার টিকা নেওয়া অত্যন্ত জরুরী। বিশেষজ্ঞ মহলের তরফ থেকে বারংবার এমনটাই দাবি করা হচ্ছে। পাশাপাশি টিকা নেওয়ার পর অত্যন্ত জরুরি হলো টিকা নেওয়ার সার্টিফিকেট। বহু ক্ষেত্রেই যাতায়াতের ক্ষেত্রে এবং কাজের জায়গায় যোগ দেওয়ার জন্য টিকা নেওয়ার এই সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে টিকা নেওয়া এবং টিকা নেওয়ার সার্টিফিকেট গুরুত্ব বাড়ায় এর নাম-ঠিকানা অথবা জন্ম তারিখের মত তথ্যে কোন ভুল থাকলে তা সংশোধন করাও অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আর এবার এই সংশোধন প্রক্রিয়ার জন্য যাতে আমজনতাকে হয়রানির শিকার না হতে হয় তার জন্য নতুন ফিচার যোগ করা হয়েছে। সেই নতুন ফিচারের মধ্য দিয়েই কারোর টিকার সার্টিফিকেটে কোনো রকম ভুল ভ্রান্তি থাকলে তারা তা বাড়িতে বসেই সংশোধন করে নিতে পারবেন।
আরোগ্য সেতু টুইটার হ্যান্ডেলের তরফ থেকে সম্প্রতি এই বিষয়ে টুইট করে জানানো হয়েছে। টিকার সার্টিফিকেট ভুল সংশোধন করার জন্য একটি নতুন ফিচার যোগ করা হয়েছে যার নাম হল ‘রেইজ অ্যান ইস্যু’। আর এই ফিচারের মধ্য দিয়েই ভুল সংশোধন করা যাবে।
ভুল সংশোধন করার পদ্ধতি
টিকার সার্টিফিকেটে ভুল সংশোধন করার জন্য সংশোধনকারীকে যেতে হবে www.cowin.gov.in ওয়েবসাইটে।
সেখানে প্রথমে নিজের দশ অঙ্কের মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে।
Now you can make corrections to your name, year of birth and gender on your Cowin vaccination certificates if inadvertent errors have come in. Go to https://t.co/S3pUoouB6p and Raise an Issue. @mygovindia @CovidIndiaSeva @MoHFW_INDIA @GoI_MeitY @_DigitalIndia #IndiaFightsCorona pic.twitter.com/W32yUGr8Jx
— Aarogya Setu (@SetuAarogya) June 8, 2021
নিজের অ্যাকাউন্টে প্রবেশ করা হলে ওয়েবসাইটের মধ্যে যে নতুন মেনু সংযুক্ত করা হয়েছে অর্থাৎ ‘রেইজ অ্যান ইস্যু’ বিকল্পটি বেছে নিতে হবে। তারপর সেখানেই তা সংশোধন করা যাবে।