নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস নিয়ে গ্রাহকদের সুখবর দিল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে গ্রাহকরা তাদের গ্যাস সিলিন্ডার রিফিল করানোর জন্য নিজেদের পছন্দমত ডিস্ট্রিবিউটর বেছে নিতে পারবেন।
মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে সম্প্রতি এই সুবিধা চালু করা হয়েছে দেশের চণ্ডীগড়, কোইম্বাতোর, গুরুগ্রাম, পুণে, রাঁচি সহ কয়েকটি নির্বাচিত শহরে। তবে তা আগামী কয়েক দিনের মধ্যেই এই ব্যবস্থা দেশের সর্বত্র পূর্ণমাত্রায় চালু হয়ে যাবে। আর এই ব্যবস্থা পূর্ণমাত্রায় চালু হয়ে যাওয়ার পর দেশের সর্বত্র গ্রাহকরা গ্যাস সিলিন্ডার বুকিং করার সময় নিজেদের পছন্দমত ডিস্ট্রিবিউটর বেছে নিতে পারবেন।
এই ব্যবস্থাপনা শুরু হলে গ্রাহকরা একাধিক সুবিধা পাবেন। প্রথম সুবিধা হল দাম। গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে লক্ষ্য করা যায় ডিস্ট্রিবিউটর অনুযায়ী অল্প হলেও দামের ফারাক থাকে। সেই জায়গায় নিজের পছন্দমত ডিস্ট্রিবিউটর বেছে নিতে পারবেন গ্রাহকরা। দ্বিতীয়ত, প্রত্যন্ত এলাকায় যারা বসবাস করে থাকেন তারা সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যায় থাকেন। সেক্ষেত্রে তাদের নিকটবর্তী ডিস্ট্রিবিউটর বেছে নিলে সিলিন্ডার তাড়াতাড়ি পাবেন। এছাড়াও দ্রুত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ডিস্ট্রিবিউটরদের মধ্যে প্রতিযোগিতা শুরু হবে।
LPG customers to have a choice deciding which distributors they want their LPG refill from. In the pilot phase, to be launched shortly, this facility will be available in Chandigarh, Coimbatore, Gurgaon, Pune, and Ranchi: Ministry of Petroleum & Natural Gas pic.twitter.com/NZrWteeqQl
— ANI (@ANI) June 10, 2021
এই পরিষেবা সম্পূর্ণভাবে লঞ্চ হয়ে যাওয়ার পর গ্রাহকরা যখন অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে গ্যাস সিলিন্ডার বুক করবেন সেই সময়ই তারা তাদের নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরদের একটি তালিকা দেখতে পাবেন। সেই তালিকা থেকে গ্রাহকদের বেছে নিতে হবে পছন্দমত ডিস্ট্রিবিউটর। তারপরই সেখান থেকে সিলিন্ডার সরবরাহ করা হবে গ্রাহককে।