নিজস্ব প্রতিবেদন : শুনতে বা দেখতে অবাক লাগলেও এমনই একটি ঘটনা ঘটেছে মুম্বইয়ে। মুম্বইয়ের ঘাটকোপারের একটি আবাসনে দাঁড়িয়ে থাকা একটি আস্ত গাড়ি হঠাৎ মাটির নিচে ঢুকে যায়। যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে অনেকেই ভাবতে পারেন গাড়িটি কোন ম্যানহোলের ভিতর ঢুকে যাচ্ছে। কিন্তু তা নয়। গাড়িটি যেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছিল সেই জায়গাটি আবাসনের পার্কিং প্লেস। ভিডিও দেখে বোঝায় যাচ্ছে বৃষ্টির কারণে ওই জায়গায় মাটি ভিজে যায়। এরপর হঠাৎ ধ্বস নামে এবং তারপর দেখতে দেখতে গোটা গাড়িটি মাটির নিচে চলে যায় এবং সেখানে জমে থাকা জলে ডুবে যায়।
তবে এমন আশ্চর্যজনক ঘটনা ঘটার মূলে কারণও রয়েছে। জানা গিয়েছে, যে জায়গায় এই গাড়িটি দাঁড় করানো ছিল, সেই জায়গা ঠিক নিচে আগে একটি কুয়ো ছিল। সেই কুয়ো বুজিয়ে এবং তার উপর স্ল্যাব রেখে ওই জায়গায় গাড়ি রাখার জন্য পার্কিং প্লেস করা হয়েছিল। আর সেখানেই ওই গাড়িটি দাঁড় করানো অবস্থাতে মাটিতে ধ্বস নামে এবং পুরো গাড়িটিই মাটির ভিতরে ঢুকে জলে ডুবে যায়।
Maharashtra: A viral video shows a car sinking in a sinkhole in Mumbai's Ghatkopar
Traffic Police says,"There was a well at the place. Some people covered it with concrete slab&started parking cars over it. Incident occurred due to land subsidence following rain. No one injured" pic.twitter.com/N8Tys2BrUY
— ANI (@ANI) June 13, 2021
Scary visuals from Mumbai's Ghatkoper area where a car drowned in few seconds. pic.twitter.com/BFlqcaKQBo
— Shivangi Thakur (@thakur_shivangi) June 13, 2021
ঘটনার খবর পেয়ে পৌরসভা এবং পুলিশকর্মীরা ওই গাড়িটিকে উদ্ধার করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেই। তবে এই ঘটনার সময় ওই গাড়িতে কেউ না থাকার জন্য যাত্রীরা রক্ষা পান।