আগামী ৪৮ ঘণ্টায় আরও দুর্যোগ, ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাওয়া অফিসের পূর্বাভাস মত বুধবার রাত থেকেই রাজ্যের অধিকাংশ জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। এই অতিবৃষ্টির কারণে একাধিক জেলার নদ নদীর যেমন বেড়েছে ঠিক তেমনই কলকাতার একাংশ নিজেই নদীতে পরিণত হয়েছে। এমত অবস্থায় পুনরায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

Advertisements

Advertisements

বৃহস্পতিবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকায় ক্রমশ বেড়েই চলেছে আদ্রতা। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকায় এই ঘূর্ণাবর্ত অবস্থানের কারণে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির দুর্যোগ চলবে।

Advertisements

পূর্বাভাস অনুযায়ী হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাবে। পাশাপাশি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমানের মত জেলাগুলিতেও। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

এর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাগুলিতেও আগামী দিন কয়েক মেঘলা আকাশের পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাবে। পরিস্থিতি স্বাভাবিক হতে ২১ তারিখ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

অন্যদিকে আবার ২১ তারিখের পর আবহাওয়া স্বাভাবিক হলেও পুনরায় ২৮ তারিখ থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে। দিন কয়েকের টানা বৃষ্টিতে এমনিতেই রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জেলার নদ নদীর জলস্তর অনেকটা বেড়েছে। জলস্তর বাড়ার পাশাপাশি ভেঙে পড়েছে একাধিক নদীর উপর থাকা একাধিক কজওয়ে।

Advertisements