ড্রাইভিং লাইসেন্স সহ পারমিট ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে করোনাকালে নতুন সিদ্ধান্ত কেন্দ্রের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সাথে সাথে দেশের অধিকাংশ রাজ্যে জারি হয়েছে লকডাউন অথবা কঠোর বিধি নিষেধ। এই পরিস্থিতিতে বন্ধ অধিকাংশ অফিস। আবার অফিস খোলা থাকলেও কর্মী সংখ্যা কম থাকার কারণে একাধিক অফিসিয়াল কাজকর্ম লাটে উঠেছে। তবে এমন পরিস্থিতিতে যাতে গাড়িচালক অথবা গাড়ির মালিকরা কোন অসুবিধার সম্মুখীন না হন তার জন্য ড্রাইভিং লাইসেন্স, পারমিট, রেজিস্ট্রেশন সহ একাধিক বিষয়ে নতুন পদক্ষেপ নিল কেন্দ্র।

Advertisements

Advertisements

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি বৃহস্পতিবার টুইট করে জানিয়েছেন, করোনা সংক্রমণ এড়াতে, সামাজিক দূরত্ব বজায় রাখতে কেন্দ্র সরকারের তরফে গাড়ির সব ধরনের কাগজের বৈধতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মোটর ভেহিকেল অ্যাক্ট ১৯৮৮ এবং কেন্দ্রীয় মোটর ভেহিকেল আইন ১৯৮৯ এর আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

কেন্দ্র সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও পারমিটের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এই সকল কাগজ পত্রের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩০ জুন। তবে সম্প্রতি তা আরও তিন মাস বাড়ানোর কারণে এর মেয়াদ শেষ হবে আগামী ৩০ সেপ্টেম্বর।

নতুন এই নিয়ম সেই সকল চালক এবং গাড়ির মালিকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের কাগজ পত্রের মেয়াদ শেষ হয়েছিল ২০২০ সালের ১লা ফেব্রুয়ারির পরে। ইতিমধ্যেই নির্দিষ্ট মন্ত্রক এই নির্দেশিকা প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠিয়ে দিয়েছে নতুন ঘোষণা কার্যকর করার জন্য। কেন্দ্রের এই নতুন সিদ্ধান্তের ফলে দেশের অজস্র মানুষ উপকৃত হবেন বলেই দাবি করেছেন ওয়াকিবহাল মহল।

Advertisements