সেলসম্যান, পার্লারে কাজ, দ্বিতীয় বিয়ে, কাঞ্চনের সংসার ডামাডোল আবারও বান্ধবীর আগমনে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অভিনয়ের জন্য বারংবারই চর্চার কেন্দ্রবিন্দু কাঞ্চন মল্লিক। তবে অভিনয়ের বাইরে সম্প্রতি তিনি সরাসরি রাজনীতির আঙ্গিনায় পা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত অভিনেতার পাশাপাশি প্রতিষ্ঠিত বিধায়কও করে ফেলেছেন। এসব কারণে অভিনয়ের বাইরেও তিনি বর্তমানে চর্চায়। তবে তাকে আরও সম্প্রতি অধিক চর্চায় এনেছে তাদের বৈবাহিক সম্পর্কের অশান্তি এবং কাঞ্চনের জীবনে বান্ধবির আগমণ।

Advertisements

Advertisements

কাঞ্চন মল্লিক নিজেকে একজন সুপ্রতিষ্ঠিত অভিনেতা এবং বিধায়ক হিসেবে প্রতিপন্ন করার আগে সেলসম্যান থেকে পার্লারে কাজ পর্যন্ত করেছেন। তারপর থিয়েটারে অভিনয়, আর সেই অভিনয় থেকে আজকের এই কাঞ্চন মল্লিক।

Advertisements

১৯৭০ সালে কলকাতাতেই তার জন্ম। তারা তিন পুরুষ ধরে কালীঘাট এলাকায় বসবাস করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার এই মানুষটি একসময় সক্রিয় বাম সমর্থক বলেই পরিচিত ছিলেন। যদিও পরে ধীরে ধীরে দিদি ঘনিষ্ঠ হয়ে পড়েন। আর এরপর একুশের বিধানসভা নির্বাচনের আগে সরাসরি রাজনীতিতে নেমে বাজিমাত করেন।

থিয়েটারের মধ্য দিয়েই অভিনয় শুরু করেছিলেন কাঞ্চন মল্লিক। তিনি একাধিক নাট্য সংস্থার সাথে অভিনয় করার পর ২০০২ সালে টলিউডে পা রাখেন জিতের সুপারহিট সিনেমা ‘সাথী’তে অভিনয় করে। তারপর সেই বছরই তিনি ‘সঙ্গী’ সিনেমায় অভিনয় করার সুযোগ পান। হাস্যরসাত্মক অভিনয়ের জন্য কাঞ্চনের অভিনয় বারংবার নজর কেড়েছে দর্শকদের। তবে বর্তমানে এই কাঞ্চন মল্লিক কোটিপতি হলেও একটা সময় তিনি খুবই অভাবের মধ্যে দিয়ে পার করেছেন।

কাঞ্চন মল্লিকের বাবা ছিলেন একজন কল কারখানার কর্মী। সামান্য রোজগারের সংসারের হাল ধরতে বড় ছেলে হিসাবে কাঞ্চন সেলসম্যানের কাজ থেকে শুরু করে পার্লারের ম্যানেজার কি কাজ না করেছেন। এর পাশাপাশি অভিনয় জগতে পা রেখেও প্রতিনিয়ত লড়াইয়ের মধ্য দিয়ে আজ তিনি প্রতিষ্ঠা লাভ করেছেন।

এরই মাঝে ২০১৭ সালে ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ ধারাবাহিকে অভিনয় করার সময় কাঞ্চন এবং পিঙ্কির মধ্যে ভালোলাগার সম্পর্ক থেকে তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অভিনয় করার সময়েই নাকি পিঙ্কিকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। সে সময়ে কাঞ্চন পিঙ্কিকে ভালোবেসে ডাকতেন পিঙ্কু। সেখানেই একটি সংলাপে পিঙ্কির মন জিতে নিয়েছিলেন কাঞ্চন, ‘পিঙ্কু, আমার সংসারও তো সুখের হতে পারে তোমার গুণে’।

তবে পিঙ্কি কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী নন। এর আগেও তার বিয়ে হয়েছিল। কাঞ্চন মল্লিকের প্রথম বিয়ে টেকেনি। কিন্তু পিঙ্কির সাথে দ্বিতীয় বিয়ে করার পরেও কয়েকদিন ধরেই তাদের দাম্পত্য জীবন নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। ঘনিষ্ঠ সূত্রে শোনা যাচ্ছিল তাদের দাম্পত্য জীবনে কলহের এই সূত্রপাত কাঞ্চনের বান্ধবী তথা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে। আর সেই কানাঘুষোয় সম্প্রতি উঠে এসেছে পিঙ্কির অভিযোগে।

Advertisements