সেলসম্যান থেকে কোটিপতি, কত টাকার মালিক অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাস্যরসাত্মক অভিনেতা হিসেবে দশকের পর দশক ধরে দর্শকদের মন জয় করে আসছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। এই অভিনেতা প্রথমদিকে বাম মনস্ক এবং পরে দিদি ঘেঁষা হয়ে একুশের বিধানসভা নির্বাচনের সরাসরি রাজনীতির আঙিনায় পা রাখেন। রাজনীতির আঙিনায় পা রেখেই বাজিমাত করেন তিনি। প্রতিষ্ঠিত অভিনেতার পাশাপাশি প্রতিষ্ঠিত বিধায়ক হয়ে ওঠেন কাঞ্চন মল্লিক।

Advertisements

Advertisements

তবে এই কাঞ্চন মল্লিক একসময় অভাব অনটনের মধ্যেও দিন কাটিয়েছেন। তার বাবা সামান্য একজন কারখানার কর্মী হওয়ার দরুন সংসারের হাল সামলাতে কাঞ্চন মল্লিককে সেলসম্যান থেকে পার্লারের ম্যানেজারের কাজ করতে হয়েছে। তবে এইসব কাজের মধ্যে অভিনয় তাকে পিছু ছাড়া করেনি। নাটক সহ বিভিন্ন ক্ষেত্রে অভিনয়ের পর ২০০২ সালে তিনি ‘সাথী’ সিনেমার মধ্য দিয়ে প্রথম পা রাখেন টলিউডে। তারপরেই আর পিছনে তাকাতে হয়নি এই অভিনেতাকে।

Advertisements

আর্থিক স্বচ্ছলতার দিকে কাঞ্চন মল্লিক যথেষ্ট বিত্তশালী হলেও সম্প্রতি তাকে চর্চা এনেছে তাদের দাম্পত্য কলহ। স্ত্রী পিঙ্কির অভিযোগ, আর কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীর পাল্টা অভিযোগ দিনভর তারা চর্চায় রয়েছেন। আর এই চর্চার মাঝেই নেটিজেনদের অনেকেরই কৌতুহল সেলসম্যান থেকে অভিনয়ের মধ্য দিয়ে কোটিপতি হওয়া কাঞ্চন মল্লিকের সম্পত্তির পরিমাণ কত?

একুশের বিধানসভা নির্বাচনের হলফনামা অনুযায়ী জানা যাচ্ছে কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রীর সম্পত্তি মিলে তারা কোটিপতি। তিনি যে সম্পত্তির হিসাব দিয়েছেন তাতে উল্লেখ রয়েছে ২০১৯-২০ অর্থবর্ষে তার আয় ছিল ১৫ লক্ষ ৩৪ হাজার ৯৬০ টাকা। ব্যাঙ্কে থাকা অর্থ, গাড়ি, গয়না সবকিছু মিলে মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৮ লক্ষ ২১ হাজার ৩২৩.৯২ টাকা। বাড়িঘর, জমিজমা সহ অন্যান্য মিলে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫২ লক্ষ ৫০ হাজার টাকা।

অন্যদিকে তার স্ত্রী পিঙ্কির নামে যে সকল সম্পত্তি রয়েছে, হলফনামায় যে হিসেব তারা দিয়েছেন সেই হিসেব অনুযায়ী তাদের মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ২ লক্ষ ১৯ হাজার ২০৫ টাকা। পাশাপাশি তাদের থাকা মোট ঋণের পরিমাণ যৎসামান্য, মাত্র ১ লক্ষ ৮৬ হাজার ৯৫৬ টাকা।

Advertisements