নিজস্ব প্রতিবেদন : সবেমাত্র নিম্নচাপ কাটিয়ে সূর্যের দেখা মিলছে। দিন কয়েকের টানা বৃষ্টিতে রাজ্যের অধিকাংশ জেলার নদ নদীর জলস্তর কানায় কানায়। আতঙ্কের সঙ্গে দিন কাটছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। এরই মাঝে আবারও নাগাড়ে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, জোড়া ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলায় জেলায় জেলায় পুনরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন। উত্তর থেকে দক্ষিণ পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলায় এই ত্রিফলার কারণে হালকা থেকে ভারী বৃষ্টিতে ভিজবে।
নাগাড়ে এই বৃষ্টির কারণ হিসাবে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম ভারত থেকে শুরু হওয়া মৌসুমী অক্ষরেখা বর্তমানে ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আবার আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশের উপর। আর এসবের কারণেই এই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
সতর্কতা হিসাবে জানানো হয়েছে, আগামী ২৪ শে জুন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ওই দিনই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায়। একইভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পরদিন অর্থাৎ ২৫ তারিখও। ওই দিন মূলত ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। ২৬ জুন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সীমান্তবর্তী জেলা যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনার একাধিক জায়গায়। টানা এই বৃষ্টির কারণে ফের একবার জলস্তর বাড়বে বলেও জানানো হয়েছে।
পাশাপাশি হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ একাধিক জেলায় আগামী ২৪ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাবে। আবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিও লক্ষ্য করা যেতে পারে।