রেশনে এই সকল অনিয়ম মানলেই কড়া শাস্তি, রইলো সমাধানের রাস্তা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি মানুষের ন্যূনতম চাহিদা খাবারের যোগান দেওয়ার জন্যই খাদ্য সুরক্ষা আইনের আওতায় দেশে চালু হয়েছে রেশন ব্যবস্থা। তবে এই রেশন ব্যবস্থা নিয়ে একাধিক সময়ে নানান অনিয়মের কথা উঠে থাকে। এই সকল অনিয়মের মধ্যে অন্যতম হলো মৃত ব্যক্তির নামে রেশন তোলা, বিবাহিত মেয়ের নামে রেশন তোলা ইত্যাদি। এই সকল অনিয়ম মানলেই কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে নিয়ম ভঙ্গকারীদের।

Advertisements

Advertisements

শাস্তি হিসাবে খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী আইনভঙ্গকারী ব্যক্তির ৫ বছরের জেল অথবা জরিমানা বা কোনো কোনো ক্ষেত্রে দুটোই হতে পারে। আর এই কড়া শাস্তির হাত থেকে বাঁচার জন্য বাড়ির অনুপস্থিত অথবা মৃত সদস্যদের নাম বাতিল করতে হবে। অন্যদিকে বিবাহিত বাড়ির মেয়ের নাম ট্রান্সফার করাটা জরুরী। এগুলি কিভাবে করতে হয় চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

রেশন কার্ডে থাকা নাম ট্রান্সফার অথবা অথবা বাতিল করার জন্য দুই ধরনের পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হল অনলাইন এবং অন্যটি হলো চিরাচরিত অফলাইন। অফলাইনে এই কাজ করার জন্য নিকটবর্তী খাদ্য দপ্তরের অফিসে যেতে হবে এবং সেখানে নির্দিষ্ট ফর্ম ফিলাপ করতে হবে ও প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পাশাপাশি রেশন ডিলারের মাধ্যমেও এই আবেদন করা যেতে পারে।

অন্যদিকে এই সংক্রান্ত পরিষেবা অর্থাৎ রেশন কার্ড থেকে নাম বাতিল অথবা নাম ট্রান্সফার করার জন্যে অনলাইনেও আবেদন করা যেতে পারে। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীকে https://food.wb.gov.in/ ওয়েবসাইটে লগইন করতে হবে। সেখানে ‘SERVICES AND CITIZEN’S CORNERS’ বিকল্প বেছে নেওয়ার পর ‘DIGITAL RATION CARD RELATED SERVICES’ এবং সেখানে থাকা ‘Surrender / Cancel Existing Ration Card’ বিকল্পে ক্লিক করতে হবে।

সেখানে নিজের মোবাইল নম্বর দিয়ে আবেদনকারীকে আবেদন করার জন্য প্রবেশ করতে হবে। তারপর যা যা প্রয়োজনীয় নথি চাওয়া হবে সেগুলো জমা করতে হবে।

Advertisements