নিজস্ব প্রতিবেদন : রুপোলি পর্দার খলনায়ক থেকে বাস্তবের মসিহা, রিয়েল হিরো যদি ভারতে কেউ একজন রয়েছেন তিনি হলেন সোনু সুদ। করোনাকালে লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তিনি মসিহা হয়ে ওঠেন। তবে শুধু লকডাউন চলাকালীনই নয়, পরবর্তীতেও কোনরকম কৃপণতা না করে মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে এই সোনু সুদকে। আর সম্প্রতি তিনিই ব্যবসার একটি মাস্টার প্ল্যান বাতলালেন, যে ব্যবসা করার জন্য প্রয়োজন ন্যূনতম একটি সাইকেল।
সম্প্রতি সোনু সুদ তার ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও আপলোড করেছেন। যে ভিডিওটির মূল উদ্দেশ্য হলো, এই করোনা পরিস্থিতিতে ছোট ব্যবসায়ীদের উৎসাহিত করা। যে ভিডিওতে দেখা যাচ্ছে, পরিযায়ী শ্রমিক, অসহায় মানুষদের এই ভগবান সাইকেলে করে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস ফেরি করছেন। সাইকেলের ব্যাগে রয়েছে ডিম, পাউরুটি, মাখন, বিস্কুট। আর সেগুলি বিক্রি করার সময় সাইকেল চালাতে চালাতে এটাও জানিয়ে দিয়েছেন ডেলিভারি করার জন্য এক্সট্রা চার্জ রয়েছে।
শুরুতেই সোনু সুদকে বলতে শোনা যাচ্ছে, “কে বলেছে শপিং মল বন্ধ? সব থেকে বেশি দরকারি ও সব থেকে বেশি মূল্যবান সুপারমার্কেট এখন তৈরি। দেখুন সব কিছু আছে আমার কাছে। ডিম আছে যার দাম ৬ টাকা। ৪০ টাকার পাউরুটি আছে। ২২ টাকার ছোট পাউরুটিও রয়েছে। মুড়ি আছে, চিপসও রয়েছে।”
সোনু সুদের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। পাশাপাশি মানুষ যখন কাজ হারিয়ে হতাশায় ভুগছেন ঠিক সেইসময় সোনু সুদের ব্যবসা নিয়ে এই মাস্টার প্ল্যান দেশের নেটিজেনদের মন জয় করার পাশাপাশি বহু মানুষকে রোজগারের দিশা দেখাবে বলেও তারা মনে করছেন।