আত্মনির্ভর ভারত রোজগার যোজনায় রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ালো কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত বছর অর্থাৎ ২০২০ সালের অক্টোবর মাসে কেন্দ্র সরকারের প্রকল্প আত্মনির্ভর ভারত রোজগার যোজনা চালু হয়। মূলত করোনাকালে চাকরি হারানো অথবা নতুন করে চাকরিতে যোগদান করা কর্মীদের জন্য এই প্রকল্প। কেন্দ্র সরকার সম্প্রতি এই প্রকল্পে রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছে। এই প্রকল্পের মধ্য দিয়ে উপকৃত হবেন অজস্র কর্মী বলেই মনে করা হচ্ছে।

Advertisements

Advertisements

ইপিএফও রেজিস্টার্ড রয়েছে এমন সমস্যায় যে সকল কর্মচারীরা ১৫০০০ টাকার কম বেতনে নিযুক্ত হবেন তাদের জন্য এই প্রকল্প বেশ উপকারী। পাশাপাশি যারা গত বছর অর্থাৎ ২০২০ সালের ১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাজ হারিয়েছেন তাদের জন্য এই প্রকল্প উপকারে আসবে। তবে এই কাজ হারানো কর্মীদের মাসিক বেতন ১৫০০০ টাকার নিচে হতে হবে।

Advertisements

বর্তমানে এই প্রকল্পে রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ানোর কারণে গত বছর অর্থাৎ ২০২০ সালের ১ অক্টোবর থেকে যারা কোন সংস্থায় কর্মে নিযুক্ত হবেন তারা এই প্রকল্পের আওতায় থাকবেন আগামী দু’বছরের জন্য।

সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউ থেকে দেশ ধীরে ধীরে বেরোতে শুরু করলেও দেশের অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ধুঁকতে থাকা অর্থনৈতিক পরিকাঠামোকে পুনরুদ্ধার করতে সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৮টি প্রকল্পের কথা ঘোষণা করেন। এই সকল প্রকল্পের মধ্য দিয়েই এই আত্মনির্ভর ভারত রোজগার যোজনার মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করা হয়।

আগে যেখানে এই প্রকল্পের মেয়াদ ৩০ জুন ২০২১ সাল পর্যন্ত ছিল সেই মেয়াদ প্রায় এক বছর বাড়ানো হলো কেন্দ্রের তরফে। মেয়াদ বৃদ্ধির পর এই প্রকল্প চলবে আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত।

রেজিস্ট্রেশনের পর এই প্রকল্পের মাধ্যমে ১৫০০০ টাকার মাসিক বেতনের পম কর্মচারীদের কেন্দ্র সরকার ভর্তুকি দেবে। এই ভর্তুকি দেওয়া হবে ইপিএফওতে প্রদেয় অর্থের মধ্য দিয়ে।

Advertisements