নিজস্ব প্রতিবেদন : প্রতি মাসের শুরুতেই দেশের একাধিক ক্ষেত্রে নিয়মের পরিবর্তন করা হয়ে থাকে। আর সেই মত আগামী পয়লা জুলাই থেকে ব্যাঙ্কিং ক্ষেত্রে ৭টি গুরুত্বপূর্ণ বদল ঘটতে চলেছে। এই সকল পরিবর্তন সম্পর্কে জানা না থাকলে লোকসানের সম্মুখীন হতে পারেন গ্রাহকরা।
১) ১লা জুলাই থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের এটিএম থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন আসছে। নতুন নিয়ম অনুসারে এটিএম থেকে চার বারের বেশি নগদ তোলা হলে সেক্ষেত্রে গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হবে। অতিরিক্ত চার্জ হিসাবে প্রতিবার টাকা তোলার জন্য ১৫ টাকা এবং সাথে জিএসটি দিতে হবে।
২) এটিএম থেকে টাকা তোলার পাশাপাশি কোন গ্রাহক ব্যাঙ্কের শাখা থেকে চার বারের বেশি টাকা তুললে সেক্ষেত্রেও তাকে অতিরিক্ত চার্জ বহন করতে হবে। অতিরিক্ত চার্জ হিসাবে ১৫ টাকা এবং তার সাথে জিএসটি লাগু করা হবে বলে জানানো হয়েছে।
৩) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের চেকবইয়ের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হচ্ছে পয়লা জুলাই থেকে। একটি আর্থিক বর্ষে বিনামূল্যে ১০ পাতার চেকবুক দেওয়া হবে। এর অতিরিক্ত চেকবুক নেওয়ার জন্য গ্রাহকদের অতিরিক্ত টাকা খরচ করতে হবে। ১০ পাতার চেকবুকের পর নতুন করে ১০ পাতার চেকবুক নেওয়ার জন্য ৪০ টাকা সাথে জিএসটি এবং ২৫ টাকার চেকবুক নেওয়ার জন্য ৭৫ টাকা সাথে জিএসটি দিতে হবে। যদিও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না।
৪) সিন্ডিকেট ব্যাঙ্ক এবং কানাড়া ব্যাঙ্ক সংযুক্ত হওয়ার কারণে সিন্ডিকেট ব্যাঙ্কের গ্রাহকদের আইএফএসসি কোড এবং পুরাতন চেকবুক বাতিল হচ্ছে। তাদের ১লা জুলাই থেকে অনলাইন অথবা চেকবইয়ের মাধ্যমে আর্থিক লেনদেনের জন্য নতুন আইএফএসসি কোড এবং চেকবুক ব্যবহার করতে হবে।
৫) আইডিবিআই ব্যাঙ্কের গ্রাহকরা পয়লা জুলাই থেকে প্রতি অর্থবর্ষে ২০ পাতার চেকবই পাবেন বিনামূল্যে। কিন্তু এর থেকে অতিরিক্ত চেক বই প্রয়োজন হলে যত পাতার চেকবই নেওয়া হবে তার সাথে গুণিতক আকারে ৫ টাকা করে যোগ হবে।
৬) ইউনিয়ন ব্যাঙ্কের সাথে অন্ধ্র ও কর্পোরেশন ব্যাঙ্কের সংযুক্তিকরণের কারণে এই দুই ব্যাঙ্কের গ্রাহকদের পয়লা জুলাই থেকে নতুন চেকবই ব্যবহার করতে হবে।
৭) ব্যাঙ্ক অফ বরোদার সাথে সংযুক্ত হয়েছে বিজয় ও দেনা ব্যাঙ্ক। যে কারণে এই সকল ব্যাঙ্কের গ্রাহকদের পয়লা জুলাই থেকে অনলাইন লেনদেনের জন্য নতুন আইএফএসসি কোড এবং চেক মারফত লেনদেনের জন্য নতুন চেকবই ব্যবহার করতে হবে।