নিজস্ব প্রতিবেদন : প্রতিযোগিতার বাজারে ভারতের অন্যতম বেসরকারি টেলিকম সংস্থার Vodafone-Idea অনেকটা পিছিয়ে পড়েছে। তবে তারা এই প্রতিযোগিতায় নিজেদের জায়গা ধরে রাখতে সব সময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমত অবস্থায় গ্রাহকদের সন্তুষ্ট করতে এই সংস্থার তরফে ৯৯ এবং ১০৯ টাকার দুটি রিচার্জ প্ল্যান আনা হলো। এই দুটি রিচার্জ প্ল্যান আগে ছিল, তবে তা বন্ধ হয়ে যায়। সেই দুটি প্ল্যানকেই ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।
তবে এই দুটি রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনা হলেও আগে গ্রাহকরা যে সকল সুবিধা পেতেন তার থেকে অনেক কম সুবিধা দেওয়া হচ্ছে বর্তমানে। আগে এই দুটি রিচার্জ প্ল্যানের বৈধতা যেমন বেশি ছিল ঠিক তেমনই ছিল এসএমএসের সুবিধা। তবে এখন বৈধতা কমিয়ে দেওয়ার পাশাপাশি এসএমএসের সুবিধা তুলে নেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই দুটি রিচার্জ প্ল্যানে বর্তমানে কি অফার পাওয়া যাবে।
৯৯ টাকা : Vodafone-Idea গ্রাহকরা এই ৯৯ টাকার রিচার্জ করলে পাবেন যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুবিধা। সাথে রয়েছে মোট ১ জিবি ডেটা। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ১৮ দিন। তবে এই রিচার্জ প্ল্যানে কোন রকম এসএমএসের সুবিধা নেই।
১০৯ টাকা : Vodafone-Idea গ্রাহকরা এই ১০৯ টাকার রিচার্জ করলে পাবেন যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুবিধা। সাথে রয়েছে মোট ১ জিবি ডেটা। এই রিচার্জ প্ল্যানের বৈধতা ২০ দিন। তবে এই রিচার্জ প্ল্যানে কোন রকম এসএমএসের সুবিধা নেই।