নিজস্ব প্রতিবেদন : তৃণমূলের পর এবার একাধিক বিজেপি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হলেন বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে। এই সকল অধিকাংশ বিজেপি প্রার্থীদের দাবি, ‘পুনর্গণনা না হলে ফল বদলে যাবে’।
আদালতের দ্বারস্থ হওয়া এই সকল বিজেপি প্রার্থীদের মধ্যে আগেই আদালতের দ্বারস্থ হয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। এই তালিকায় এবার উঠে আসা আরও উল্লেখযোগ্য মুখগুলির মধ্যে অন্যতম হলেন কল্যান চৌবে। তিনি অভিযোগ করেছেন, ভোট গণনায় কারচুপি করা হয়েছে। চূড়ান্ত ফলাফল স্পষ্ট করে ঘোষণা করা হয়নি।
তার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি যে যুক্তি খাড়া করেছেন তাতে তিনি দাবি করেছেন, “মানিকতলা কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে ৩৩৬৩ ভোটে এগিয়ে থাকতে দেখেছিলাম। কিন্তু চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে তিনি ২০ হাজারের কাছাকাছি ভোটে জয়ী হয়ে গেলেন। এই অসামঞ্জস্য কিভাবে হল?”
এই বিষয়ে তিনি সর্ব ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমি আদালতের দ্বারস্থ হয়েছেন পুনর্গণনার দাবিতে। আমি ছাড়াও আরও আটজন বিজেপি প্রার্থী পুনর্গণনা চেয়েছেন। যাদের মধ্যে দুটি মামলার শুনানি আছে সোমবার।”
এই আটজন বিজেপি প্রার্থীর মধ্যে আরও একজন উল্লেখযোগ্য মুখ হলেন, জলপাইগুড়ি সদরের বিজেপি প্রার্থী সৌজিত সিংহ। তিনি গত নির্বাচনে তৃণমূলের প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার কাছে মাত্র ৯৪১ ভোটে পরাজিত হন। তিনি বরাবর এই ফলাফল নিয়ে সন্তুষ্ট ছিলেন না। আর এবার তিনি সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পুনর্গণনার দাবিতে। তার কথায়, পুনর্গণনা হলে ফলাফলের ছবিটাই বদলে যাবে।
WB | I've filed a petition in Calcutta HC seeking recounting of Maniktala Assembly election results. 8 BJP leaders moved to HC seeking a review of results [West Bengal Assembly Polls 2021] in their respective constituencies. 2 have got listed on Monday: Kalyan Chaubey, BJP leader pic.twitter.com/o6vdbjzWO9
— ANI (@ANI) July 3, 2021
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের ৫ জন প্রার্থী পুনর্গণনার দাবিতে আদালতের দ্বারস্থ হওয়ার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন তাদের ৫০ জন প্রার্থী পুনর্গণনার দাবি তুলবেন। তবে এখনো পর্যন্ত ৫০ জন প্রার্থী না হলেও দিলীপ ঘোষের ঘোষণার পরেই ধাপে ধাপে আটজন বিজেপি প্রার্থীকে আদালতের দ্বারস্থ হতে দেখা গেল পুনর্গণনার দাবিতে। আর এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি আগামী দিনে আরও পরাজিত প্রার্থীর আদালতের দ্বারস্থ হবেন?