মাধ্যমিক পাশ হলেই সেনাবাহিনীতে চাকরির সুযোগ, রইলো আবেদন পদ্ধতি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পড়াশুনা শেষে যুবক-যুবতীদের স্বপ্ন চাকরি পেয়ে স্বাবলম্বী হওয়ার। আবার অনেকের স্বপ্ন দেশ সেবার। আর এই দুয়ের মেলবন্ধন হল সেনাবাহিনীতে চাকরি। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর তরফের বিজ্ঞপ্তি জারি করে নিয়োগের ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মাধ্যমিক পাস হলেই সেনাবাহিনীতে চাকরির জন্য আবেদন করা যাবে।

Advertisements

Advertisements

1303/CIV/RV-2020 বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪৬ জনকে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। বিভিন্ন পদে নিয়োগ হবে। যেমন সিভিল টেকনিক্যাল ইন্সট্রাক্টর ২, স্টেনোগ্রাফার গ্রেড II ১, লোয়ার ডিভিশন ক্লার্ক ১৭, সিভিল মোটর ড্রাইভার ১২, মাল্টি টাস্কিং স্টাফ (চৌকিদার) ১, মাল্টি টাস্কিং স্টাফ (মেসেঞ্জার) ৭ এবং অন্যান্য ক্ষেত্রে ৮ জন।

Advertisements

এই সকল বিভিন্ন পদে আবেদন করার জন্য আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভাগ রয়েছে। তবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন। এছাড়াও বেশকিছু পদ রয়েছে যাতে আবেদন করতে পারবেন উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাশরা।

ড্রাইভার পদে যারা নিয়োগের জন্য আবেদন করবেন তাদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। বাকি যে সমস্ত পদ রয়েছে সেগুলিতে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। আবেদনের পর পরীক্ষার ভিত্তিতে নিয়োগ হলে বেতন হবে ১৮ হাজার থেকে ৯৫ হাজার টাকার মধ্যে।

আবেদন পদ্ধতি : এই সকল শূন্যপদে আবেদন করার জন্য অনলাইনে আবেদন করার কোন উপায় নেই। আবেদনকারীকে নিজেদের বায়োডাটা, শিক্ষা, জন্ম, জাতি-সহ যাবতীয় শংসাপত্র পাঠাতে হবে The Commandant, HQ 2 Signal Training Centre, Panaji (Goa) ঠিকানায়। আবেদন পাঠানোর শেষ দিন হলো ২৩ জুলাই। তবে আবেদন করার আগে আরও খুঁটিনাটি জেনে নেওয়া যেতে পারে https://indianarmy.gov.in ওয়েবসাইট থেকে।

Advertisements