নিজস্ব প্রতিবেদন : বঙ্গ রাজনীতিতে একদিকে যেমন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ একাধিকবার বেফাঁস মন্তব্যের দরুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। ঠিক তেমনি তৃণমূলের বিধায়ক মদন মিত্রকেও তার বেফাঁস মন্তব্য এবং হাবভাবের জন্য আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকতে দেখা যায়। শুধু আলোচনার কেন্দ্রবিন্দু না, এই দুই নেতা একে অপরের বিরুদ্ধে নানান কটুক্তি বা আক্রমণও করে থাকেন। তবে সম্প্রতি রাজনীতির বাইরে এই দুই নেতাকে রসিকতায় মাততে দেখা গেল।
মঙ্গলবার বিধানসভা চত্বরে দিলীপ ঘোষ এবং মদন মিত্র রসিকতায় মেতে প্রমাণ করলেন রাজনীতি এবং ব্যক্তিগত সম্পর্ক এক নয়। পাশাপাশি দুজনের রসিকতা এমন পর্যায়ে পৌঁছে যায় যে তারাই যে বঙ্গ রাজনীতির শ্রেষ্ঠ রসিক নেতা তাও প্রমাণ হলো।
মঙ্গলবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে তার মূর্তিতে মাল্যদানের জন্য বিধানসভায় যান মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। শ্রদ্ধাজ্ঞাপনের পর বেশ কিছু সময় তিনি বিধানসভা চত্বরে সময় কাটান। দলের বিধায়কদের সাথে বিধানসভা চত্বরেই তিনি কথোপকথন সাড়ছিলেন। ঠিক সেই সময় সেখানে দিলীপ ঘোষ দেখতে পান কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে।
দিলীপ ঘোষ মদন মিত্রকে দেখেই হাত নাড়িয়ে তাঁকে দাঁড়াতে বলেন। মদন মিত্র এদিন বিধানসভায় কালো রঙের পাঞ্জাবি পরে গিয়েছিলেন। মদন মিত্র দাঁড়াতেই দিলীপ ঘোষ মদন মিত্রকে তার পাঞ্জাবির প্রসঙ্গ টেনে বলেন, “খাসা পাঞ্জাবি পড়েছেন তো। আর ক’পিস এরকম পাঞ্জাবি আছে আপনার?” উত্তরে মদন মিত্র বলেন, ‘এমন একটাই রয়েছে। যা গরম একটু বেরিয়েই ভিজে গেলাম। তাই পালটে এলাম। এমন একপিসই।’
আর এরপরই শুরু হয় আরও রসিকতা। দিলীপ ঘোষ পাল্টা রসিকতার ছলে মদন মিত্রকে বলেন, ‘আপনার দলেও তো আপনার মতো হিরো একপিসই আছে।’ বিধানসভার চত্বরে এই দুই বিরোধী নেতার রসিকতা কারোর চোখ এড়ায়নি।
আর এই কথোপকথনের পরিপ্রেক্ষিতে মদন মিত্র জানিয়েছেন, ‘আমার সাথে সবার সম্পর্ক ভালো।’ অন্যদিকে দিলীপ ঘোষ জানিয়েছেন, নিছক মজা করতেই মদন মিত্রকে ডাকা।