নিজস্ব প্রতিবেদন : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের গ্রাহকদের সুরক্ষা এবং অন্যান্য সমস্ত দিক বিচার করে দেশের প্রতিটি ব্যাঙ্কের জন্য নির্দিষ্ট নিয়মাবলী লাগু করে থাকে। আর এই নিয়মাবলী লঙ্ঘন করা হলেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে সেই সকল ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়। সম্প্রতি এই সকল নিয়মাবলী ভঙ্গ করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শহর ১৪টি ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করলো।
নিয়মভঙ্গ করার জন্য যে সকল ব্যাঙ্ক কড়া শাস্তির মুখে পড়েছে সেই সকল ব্যাঙ্কগুলি হল বন্ধন ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ক্রেডিট সুইস এজি, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডাসিন্ড ব্যাঙ্ক, কর্নাটক ব্যাঙ্ক, কারুর বৈশ্য ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক, উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদা।
এই সকল ব্যাঙ্কগুলির স্ক্রুটিনিতে বিভিন্ন ত্রুটি ধরা পড়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ত্রুটি ধরা পড়ার পর এই সকল ব্যাঙ্কগুলিকে নোটিশ পাঠিয়ে শোকজ করা হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সকল ব্যাঙ্কগুলির ক্ষেত্রে যে ত্রুটি সামনে এনেছে সেটি মূলত এনবিএফসি-কে ঋণ দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত ভুল।
কড়া পদক্ষেপ হিসাবে এই সকল ব্যাঙ্ককে বিপুল পরিমাণে জরিমানা দিতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। সমস্ত ব্যাঙ্ক মিলে মোট ১৪.৫ কোটি টাকা দিতে হবে। যার মধ্যে সর্বোচ্চ জরিমানা দিতে হবে ব্যাঙ্ক অফ বরোদাকে। ব্যাঙ্ক অফ বরোদার জরিমানার পরিমাণ ২ কোটি টাকা। বাকি বন্ধন ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ক্রেডিট সুইস এজি, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডাসিন্ড ব্যাঙ্ক, কর্নাটক ব্যাঙ্ক, কারুর বৈশ্য ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক ও উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ককে দিতে হবে এক কোটি টাকা করে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে দিতে হবে ৫০ লক্ষ টাকা জরিমানা।