নিজস্ব প্রতিবেদন : প্রতিমাসে নিয়মের পরিবর্তনের সাথে সাথে সম্প্রতি ঘটেছে একাধিক ব্যাঙ্কের সংযুক্তিকরণ। আর এই ব্যাঙ্কের সংযুক্তিকরণের সাথে বদলে যাচ্ছে একাধিক নিয়ম। বাতিল হচ্ছে পুরাতন চেকবুক এবং আইএফএসসি কোড ইত্যাদি। এই বিষয়ে এবার বিজ্ঞপ্তি জারি করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জানিয়ে দিল তাদের সব পুরাতন চেকবুক বাতিল হতে চলেছে।
ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছে, এবার থেকে আর পুরাতন চেকবুক ব্যবহার করা যাবে না। বিশেষ করে eOBC এবং eUNI চেকবুক খুব শীঘ্রই বাতিল করতে চলেছে বলে জানানো হয়েছে। এই পদক্ষেপের কারণে যাতে গ্রাহকদের কোনরকম অসুবিধার সম্মুখীন না হয় তার জন্য দ্রুত নতুন চেকবুক সংগ্রহ করার কথাও জানানো হয়েছে।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যে ব্যাঙ্কে গ্রাহকদের নিজের নিজের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের শাখায় গিয়ে চেকবুকের জন্য আবেদন করতে হবে। অন্যদিকে ব্যাঙ্কের শাখায় না গিয়েও চেকবুকের জন্য আবেদন করা যাবে এটিএম থেকে। কিভাবে চেকবুক নেওয়ার জন্য আবেদন করতে হবে তাও জানানো হয়েছে বিস্তারিত ভাবে।
Important announcement | Take note ?? pic.twitter.com/Z9SJAwQ0DP
— Punjab National Bank (@pnbindia) July 5, 2021
পাশাপাশি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, পুরাতন চেকবুক কোথাও যদি পোস্ট ডেটেড হিসাবে দেওয়া হয়ে থাকে তাহলে অবিলম্বে সেই চেকবুক ফেরত নিতে হবে এবং নতুন চেকবুক দিতে হবে। এবিষয়ে আরও বিস্তারিত জানার জন্য ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে তাদের গ্রাহক সেবা প্রতিনিধির সাথে যোগাযোগ করে নিতে। যোগাযোগ নম্বর দুটি হল 18001802222 এবং 18001032222। এছাড়াও ইমেল করা যেতে পারে care@pnb.co.in অথবা ব্যাঙ্কের শাখায় বিস্তারিত জেনে নেওয়া যেতে পারে।