নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র কয়েকটা দিন। তারপরেই দেশজুড়ে মহাসমারোহে পালিত হবে রথযাত্রা উৎসব। তবে করোনাকালের আগে যেভাবে রথযাত্রায় জনসমাগম, মেলা অথবা অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে তা এবছর হবে না। শুধু এই বছর বললে ভুল হবে, গত বছর থেকেই এই সকল বন্ধ। করোনাকালে একাধিক বিধিনিষেধ মেনে রথযাত্রা উদযাপিত হবে।
১২ জুলাই অর্থাৎ সোমবার চলতি বছর জগন্নাথ, সুভদ্রা ও বলরামের রথযাত্রা আয়োজিত হবে। তবে করোনা পরিস্থিতির জন্য ভিড়ভাট্টা এড়িয়েই পালন করতে হবে দিনটি। অনুষ্ঠান বা মেলা ইত্যাদির ক্ষেত্রে বিধিনিষেধ জারি হলেও এই রথযাত্রার জন্য রয়েছে বিশেষ শুভক্ষণ।
শুভক্ষণ
বিশুদ্ধ পঞ্জিকা মতে রথযাত্রার তৃতীয়া তিথি আরম্ভ হবে ১২ জুলাই অর্থাৎ সোমবার সকাল ৮ টা ২১ মিনিটে। তৃতীয়ার তিথি শেষ হবে ১৩ জুলাই অর্থাৎ মঙ্গলবার সকাল ৮ টা ২৫ মিনিটে। অন্যদিকে গুপ্ত প্রেস পঞ্জিকা মতে ১২ জুলাই অর্থাৎ সোমবার সকাল ৭ টা ২০ মিনিট ৫৩ সেকেন্ড থেকে শুরু হয়ে যাচ্ছে তৃতীয়ার তিথি। শেষ হবে ১৩ জুলাই অর্থাৎ মঙ্গলবার সকাল ৭ টা ১৪ মিনিট ১৯ সেকেন্ডে। উল্টো রথ ১৯ জুলাই অর্থাৎ ২ শ্রাবণ।
রথযাত্রার নেপথ্যে থাকা কাহিনী
কথিত আছে সনাতন ধর্মের অন্যতম দিক হল এই রথযাত্রা। রাধার সঙ্গে দীর্ঘ বিচ্ছেদের পর দেবের বৃন্দাবনে আসার সময়েই রথ যাত্রার আয়োজন করা হয়েছিল বলে অনেকেই মনে করেন।
অন্যদিকে পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে রয়েছে আরও একটি কাহিনী। কথিত আছে এই পৃথিবীতে জগন্নাথ দেব রথে চড়ে বোন সুভদ্রা এবং বলরামকে দেখতে গিয়েছিলেন। সেই তিথিকে কেন্দ্র করেই এই দিনটি পালন করা হয়ে থাকে।