চলতি বছরও ছাড় নেয় দুর্গা পুজোয়, থাকবে এই সকল বিধিনিষেধ

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গতবছর কিভাবে হয়েছিল দুর্গা পুজো, ঠিক যেভাবে হয়েছিল এই বছরও সেই ভাবেই হবে। কড়া নিয়মের মধ্য দিয়েই বাঙ্গালীদের পার করতে হবে তাদের সব থেকে বড় উৎসবকে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য ইতিমধ্যেই বৈঠক সেরে ফেলেছেন ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সদস্যরা। সেখানে একাধিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হয়। তবে তাদের এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দেবে নবান্নই। আসন্ন দুর্গাপুজোয় কি কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা বিষয়ে তাৎক্ষণিকভাবে জানিয়েছেন ফোরাম ফর দুর্গোৎসব-এর সাধারণ সম্পাদক শাশ্বত বসু।

Advertisements

Advertisements

১) চারদিক খোলা প্যান্ডেলের ব্যবস্থা করা হবে। গতবছর যেমনটা দেখা গিয়েছিল। প্যান্ডেলের শিখর বেশ উঁচু করা হবে।

Advertisements

২) মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে থাকবে বিধি নিষেধ। একসাথে ১৫ জন থেকে ২৫ জন প্রবেশ করতে পারবেন।

৩) পুষ্পাঞ্জলী এবং ভোগ বিতরণের ক্ষেত্রে দূরত্ব বিধির নিয়মাবলী মেনে চলতে হবে।

৪) ক্লাব অথবা পুজো কমিটির ১০ থেকে ১৫ জন সদস্য একসাথে মন্ডপের ভিতরে থাকতে পারবেন। তার থেকে বেশি কাউকে প্রবেশের অধিকার দেওয়া যাবেনা।

৫) মন্ডপ সজ্জার কর্মী, পুজোর সাথে যুক্ত ঢাকী, স্বেচ্ছাসেবী, পুরোহিত প্রত্যেকের টিকাকরণ সম্পূর্ণ থাকতে হবে।

৬) ইতিমধ্যেই যারা টিকা নিয়েছেন তারা বাদে যারা থাকবেন তাদের টিকাকরণের ব্যবস্থা করবে পুজো উদ্যোক্তা অথবা ক্লাব কর্তৃপক্ষ।

৭) পুজো মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে ফেস মাস্ক বাধ্যতামূলক এবং স্যানিটাইজার ও স্যানিটাইজেশনের যাবতীয় ব্যবস্থা বাধ্যতামূলক।

Advertisements