ছোটদের জন্য বিশেষ পরিষেবা চালু করলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বড় হোক অথবা ছোট বর্তমানে প্রায় প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট জরুরি হয়ে পড়েছে। যে কারণে দেশের অধিকাংশ ব্যাঙ্কই ছোটদের যাতে অ্যাকাউন্ট খোলা যায় তার ব্যবস্থা নিয়ে এসেছে। আর এবার এই বিশেষ পরিষেবা চালু করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তবে এই পরিষেবায় রয়েছে বেশকিছু নতুন বৈশিষ্ট্য।

Advertisements

Advertisements

ছোটদের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এই নতুন ধরনের অ্যাকাউন্টের নাম দেওয়া হয়েছে PNB Junior SF Account। এই অ্যাকাউন্ট খোলার জন্য নূন্যতম বয়স হতে হবে ১০ বছর। ছবি সহ বয়স এবং ঠিকানার প্রমাণপত্র দিয়ে অ্যাকাউন্ট খোলা যাবে। উচ্চ শিক্ষার জন্য এই অ্যাকাউন্টে টাকা সঞ্চয় করা হলে মিলবে বিশেষ সুবিধা।

Advertisements

বাচ্চারা নিজেরাই এই অ্যাকাউন্ট খুলতে পারবে। অর্থাৎ এই অ্যাকাউন্ট সম্পূর্ণ ভাবে হবে বাচ্চার নামে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে ট্যুইট করে এমনটাই জানানো হয়েছে। এই অ্যাকাউন্টের সাথে যে সকল সুবিধা রয়েছে তা অন্যান্য অ্যাকাউন্টের তুলনায় অনেকটাই বেশি।

ছোটদের এই অ্যাকাউন্টের বিশেষ কয়েকটি সুবিধা

এই অ্যাকাউন্ট খোলা যাবে কোনরকম ব্যালেন্স ছাড়াই। অর্থাৎ এই অ্যাকাউন্টের সাথে রয়েছে জিরো ব্যালেন্সের সুবিধা। এই অ্যাকাউন্টের মাধ্যমে দিনে ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যাবে NEFT পদ্ধতি ব্যবহার করে। পাশাপাশি অ্যাকাউন্ট তৈরি হওয়ার সময় ৫০ পাতার একটি চেকবুক দেওয়া হবে। এখানেই শেষ নয়, এর পাশাপাশি ইচ্ছে করলে এটিএম কার্ড পাওয়া যেতে পারে এই অ্যাকাউন্টের সাথে। যে এটিএম কার্ডের মাধ্যমে এটিএম কাউন্টার থেকে দিনে ৫০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।

Advertisements