ভাঙ্গলেন দল, রাজনীতিকে না, নতুন অধ্যায় শুরু করলেন থালাইভা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণের শেষ কথা তো অবশ্যই, পাশাপাশি গোটা ভারতের জনপ্রিয় অভিনেতা হিসাবে যার নাম উঠে আসে তিনি হলেন রজনীকান্ত, যিনি থালাইভা নামেই খ্যাত। অভিনয় হোক অথবা অন্যকিছু সব ক্ষেত্রেই এই অভিনেতার আলাদা ফ্যানবেস রয়েছে। আর এই অভিনেতা রাজনীতিকেও বেশ মানিয়ে নিয়েছিলেন। তবে তিনি এবার রাজনীতিকে দূরে সরিয়ে নতুন অধ্যায় ঘোষণা করলেন।

Advertisements

রজনীকান্ত ‘রজনী মাক্কাল মান্দ্রাম’ নামে একটি দল তৈরি করেছিলেন। যার মধ্য দিয়েই রাজনীতিতে তাঁর পা রাখার প্রচেষ্টা। তবে সোমবার এই দলের সদস্যদের সাথে বৈঠক করে তিনি দল ভেঙে দেন। এর আগে গত ছয় মাস আগে শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন। তবে এবার দলকেই ভেঙে দেওয়ার মতো সিদ্ধান্ত নিলেন তিনি।

Advertisements

বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে থালাইভা জানান, ‘ভবিষ্যতেও আমার রাজনীতিতে নামার কোন ইচ্ছা নেই। আমি রজনী মাক্কাল মান্দ্রাম দলটি তুলে দিচ্ছি।’ তবে এই দল ভেঙে দেওয়া এবং রাজনীতি থেকে সরে যাওয়ার মূলে কি কেবল শারীরিক অসুস্থতা রয়েছে নাকি আরও অন্য কিছু তা তিনি স্পষ্ট করেননি।

Advertisements

অন্যদিকে রজনীকান্ত নিজের দল ভেঙে দেওয়া এবং রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা করার পাশাপাশি নতুন অধ্যায় হিসাবে জনগণের জন্য কাজ করে যাবেন বলে জানিয়েছেন। এক্ষেত্রে রজনী মাক্কাল মান্দ্রাম-এর আধিকারিকরা তার ফ্যান ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, অনেক মানসিক কষ্ট নিয়েই রাজনীতিতে না আসার ঘোষণা করেছেন তিনি।

Advertisements