নিজস্ব প্রতিবেদন : চলতি বছর করোনা প্রকোপের কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকে রাজ্য শিক্ষা দপ্তর। তবে পরীক্ষা নেওয়া না হলেও পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ফলাফল ঘোষণা করা হবে এমনটা আগেই জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে। সেই মতো মঙ্গলবার কবে এই ফলাফল প্রকাশ করা হবে তার দিনক্ষণ ও সময় জানিয়ে দেওয়া হল।
মঙ্গলবার সংসদের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২২ শে জুলাই চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ওই দিন দুপুর তিনটের সময় এই ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পর বিকেল চারটে থেকে ফলাফল দেখা যাবে ওয়েবসাইটে। আর পরদিন অর্থাৎ ২৩ শে সকাল ১১ টার পর থেকে স্কুলে পাওয়া যাবে মার্কশিট।
ওয়েবসাইট ছাড়াও এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও ফলাফল দেখা যাবে। যেসকল ওয়েবসাইটগুলিতে ফলাফল দেখা যাবে সেগুলি হল http://wbresults.nic.in, www.exametc.com, www.results.shiksha, www.westbengal.shiksha, www.indiaresults.com, www.jagranjosh.com, www.technoindiagroup.com, https://abpananda.abplive.in/, www.news18bangla.com, abpeducation.com এ।
এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানার জন্য পরীক্ষার্থীদের নিজেদের মোবাইল থেকে টেক্সট মেসেজ করতে হবে WB12 space
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে পরীক্ষার্থীর ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ চারটি বিষয়ের মোট নম্বরের ৪০% এবং ২০২০ সালের পরীক্ষার্থী একাদশ শ্রেণির পরীক্ষার ৬০% নম্বরের ভিত্তিতে।