নিজস্ব প্রতিবেদন : হিন্দু পুরাণ রামায়ণে আমরা প্রায় প্রত্যেকেই কুম্ভকর্ণের কথা জেনেছি। যিনি বছরের অর্ধেক সময়ই ঘুমাতেন। তবে বাস্তবে এমন কুম্ভকর্ণ রয়েছেন তা হয়তো কারোর বিশ্বাস হবে না। সম্প্রতি ভারতে এমনই এক ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে যিনি বছরে ৩০০ দিনই ঘুমান। আর তার এই ঘুমানোর জন্য তাকে সকলের কুম্ভকর্ণ বলেই ডাকেন।
এমন বাস্তবের কুম্ভকর্ণের মত ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে রাজস্থানের ভাওড়া গ্রামে। ওই ব্যক্তির নাম হল পুরখারাম। সম্প্রতি এই খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই ভাবতে পারেন অলসতার কারণে তিনি এমনটা করেন। আসলে তা নয়। চিকিৎসকদের থেকে জানা গিয়েছে তিনি জটিল রোগে ভুগছেন।
পুরখারাম পেশায় একজন ব্যবসায়ী। আগেই তিনি দৈনিক ১৫ ঘণ্টা ঘুমাতেন। তবে বয়স বাড়ার সাথে সাথে তার ঘুমও বেড়েছে। বর্তমান পরিস্থিতিতে তিনি মাসে পাঁচ দিনের বেশি সময় দিতে পারেন না তার ব্যবসায়। বাকি দিনগুলো তার ঘুমিয়েই কেটে যায়।
চিকিৎসকদের থেকে জানা গিয়েছে, পুরখারাম যে জটিল রোগে ভুগছেন তার নাম হলো Axis hypersomnia। এই রোগ তার শরীরে দীর্ঘদিন ধরে বাসা বেঁধে রয়েছে। তার এই রোগের সবথেকে বড় ফলাফল হল সব সময় মাথা ব্যথা করা। ওই ব্যক্তির এই রোগ নিয়ে বড়ই উদ্বেগের মধ্যে রয়েছেন তার পরিবারের সদস্যরা।
YILDA 300 GÜN UYUYOR
Ailesi uykusunda yıkayıp besliyor https://t.co/Yg1qIHU1sp pic.twitter.com/HcZZuzhBb5— NTV (@ntv) July 14, 2021
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তির এই জটিল রোগের চিকিৎসা চালানো হচ্ছে। তবে চিকিৎসায় সাড়া মিলছে না। তিনিই যদি একবার ঘুমান তাহলে তারপর তাকে উঠানো প্রায় অসাধ্য। বর্তমানে পুরখারামের বয়স ৪২ বছর তবে তিনি এই জটিল রোগে ভুগছেন দীর্ঘ ২৩ বছর ধরে।