কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ, সতর্ক করলো WHO

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারত এখনও অবধি করোনার দ্বিতীয় ঢেউ থেকে বেরিয়ে ঠিকঠাক সোজা হয়ে দাঁড়াতে পারেনি। তবে এর মাঝেই নতুন করে উদ্বেগ তৈরি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। গোটা বিশ্বেই প্রাথমিক পর্যায়ে উপস্থিত হয়েছে করোনার তৃতীয় ঢেউ এমনটাই জানিয়ে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান টেডরস আধানোম ঘেব্রিয়েসাস। বুধবারই তিনি এই স্পষ্ট বার্তা দেন।

Advertisements

Advertisements

তিনি ডেল্টা প্রজাতির সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, গত চার সপ্তাহ ধরে বিশ্বে ফের সংক্রমণ বাড়ছে। ১০ সপ্তাহ ধরে সংক্রমণ কমার পর ইদানিং এই লক্ষণ পুনরায় চোখে পড়েছে। আর এই সকল লক্ষণ লক্ষ্য করার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ের ঘোষণা করেছে।

Advertisements

সতর্কবার্তা হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, এই পরিস্থিতিতে কোনো রকম রাশ আলগা করলেই বিপদ অবশ্যম্ভাবী। কোনভাবেই নিয়মে শিথিলতা আনা যাবে না। পরিসংখ্যান বলছে গত চার সপ্তাহের বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে তিন শতাংশ এবং সংক্রমণ সংখ্যা বেড়েছে প্রায় ১০ শতাংশ।

সম্প্রতি ইন্দোনেশিয়াতেও যেভাবে নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে তাও গোটা বিশ্বের কাছে এই উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে ভারত সরকারের তরফ থেকে সম্প্রতি একটি সতর্কবার্তা মূলক চিঠি প্রদান করা হয়েছে দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই চিঠি প্রদান করা হয়েছে।

যে চিঠিতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, এখনই এখনই বেশকিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আনলকের উপর বেশি জোর দেওয়ায় আক্রান্তের সংখ্যা পুনরায় বাড়ছে। এই পরিস্থিতিতে কোথাও যদি কোনরকম বিধি লংঘন হয় তাহলে তার দায়ী হবে কর্তৃপক্ষ। পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisements