দেশের ৪০টি শহরে ছুটবে Vande Bharat এক্সপ্রেস, রইলো এই ট্রেনের বিশেষত্ব

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাইস্পিড ট্রেন হলো বন্দে ভারত এক্সপ্রেস। এই এক্সপ্রেস ট্রেনের প্রথম পথ চলা শুরু হয়েছিল ২০১৯ সালের অক্টোবর মাসে। আর এবার স্বাধীনতার ৭৫ বছর অর্থাৎ আগামী বছরে এই ট্রেন নিয়েই বিশেষ পরিকল্পনা করলো ভারত সরকার।

Advertisements

Advertisements

দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে হাতে আর মাত্র একটি বছর। এই এক বছরের মধ্যেই সমস্ত প্রস্তুতি সেরে দেশের ৪০টি শহরকে জুড়ে অন্ততপক্ষে ১০টি বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। রেল সূত্রে এমনটাই জানা যাচ্ছে। রেল মন্ত্রক এবং কেন্দ্র সরকার মনে করছে এর ফলে ভারতীয় রেল নতুন উদ্যম পাবে।

Advertisements

এই সেমি হাইস্পিড এক্সপ্রেস ট্রেন নিয়ে গত ফেব্রুয়ারি মাসে হায়দ্রাবাদের ইঞ্জিনিয়ারিং ফার্ম মেধার সাথে চুক্তি হয়। যাতে বলা হয়েছিল ৪৪ টি বন্দে ভারত এক্সপ্রেসের জন্য বৈদ্যুতিক সিস্টেম সরবরাহ করবে তারা। তবে এরই মাঝে স্বাধীনতার ৭৫ বছরে এমন নতুন উদ্যোগ নেওয়ায় ওই সংস্থাকে তাদের উৎপাদন আরও বাড়াতে বলা হয়েছে। পরিকল্পনা রয়েছে আগামী মার্চ মাসের মধ্যে অন্তত পক্ষে দুটি প্রোটোটাইপ চালু করার।

ভারতে এখনো পর্যন্ত দুটি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে। একটি চলাচল করে দিল্লি থেকে বারাণসী, যে ট্রেনের উদ্বোধন হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে। আর দ্বিতীয় ট্রেন চলাচল করে দিল্লি থেকে জম্মু কাটরা পর্যন্ত। সূত্র মারফত জানা যাচ্ছে দেশে মোট ১০০টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

Vande Bharat এক্সপ্রেসের বিশেষত্ব

অত্যাধুনিক এই ট্রেনটিতে রয়েছে অটোমেটিক ডোর, স্লাইডিং ফুটস্টেপ, বড় প্যান্ট্রি, মডিউলার বায়ো টয়েলেট, পুরোপুরি সিল করা গ্যাঙ্গওয়েস, ইউরোপীয় স্টাইলের বসার জায়গা, অন-বোর্ড ইনফোটেনমেন্ট স্ক্রিন, এয়ারক্রাফ্টের মতো LED লাইটিং সহ আরও একাধিক অত্যাধুনিক প্রযুক্তি যা বিদেশি প্রযুক্তিকেও হার মানাবে।

বর্তমানে যে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ছুটছে তাদের গতিবেগ ঘন্টায় ১৬০ কিলোমিটার। রায়বরেলির মডার্ন কোচ ফ্যাক্টরিতে মাত্র দেড় বছরে তৈরি হয়েছে এই অত্যাধুনিক ট্রেন।

Advertisements