এই প্রকল্পে ট্রাক্টর কিনতে ৫০ শতাংশ ভর্তুকি দিচ্ছে কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের কৃষকদের আয় বাড়াতে কেন্দ্রের মোদি সরকার একাধিক প্রকল্প এনেছে। সেই সকল প্রকল্পের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। অন্যদিকে চাষাবাদের কাজের জন্য প্রয়োজন নানান ধরনের সরঞ্জাম। এই সকল সরঞ্জামের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো ট্রাক্টর। কিন্তু ভারতের মতো দেশের প্রতিটি চাষির পক্ষে ট্রাক্টর কেনার মত সামর্থ্য নেই। আর এই জায়গায় এবার এগিয়ে এল কেন্দ্র সরকার।

Advertisements

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে সম্প্রতি পিএম কিষাণ ট্রাক্টর যোজনা (PM Kisan Tractor Yojna) নামে একটি প্রকল্প শুরু করা হয়েছে। এই প্রকল্পের মধ্য দিয়ে কৃষকদের ট্রাক্টর কেনার জন্য ৫০ শতাংশ ভর্তুকি দেওয়া হচ্ছে। অর্থাৎ এই প্রকল্পের সুবিধা লাভ করে একজন কৃষক অর্ধেক টাকায় ট্রাক্টর কিনতে পারবেন।

Advertisements

এই সুবিধা পাওয়ার জন্য কৃষকদের নিজেদের আধার নম্বর, জমির কাগজপত্র, ব্যাঙ্কের পাস বই এবং পাসপোর্ট সাইজের ছবি সহ অন্যান্য জরুরি নথিপত্র জমা করতে হবে। এই প্রকল্পের সুবিধা নেওয়ার ক্ষেত্রে কৃষকদের তাদের বাড়ীর নিকটবর্তী যেকোনো সিএসসি কেন্দ্রে আবেদন করতে হবে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সমস্ত নথি যাচাই করার পর আবেদনকারী কৃষককে এই সুবিধা দেওয়া হয়।

তবে শুধু কেন্দ্র নয়, দেশের একাধিক রাজ্য রয়েছে যারাও কেন্দ্র সরকারের মতোই তাদের কৃষকদের ট্রাক্টর কেনার জন্য ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দিয়ে থাকে। বর্তমানে ভারতে যে ধরনের প্রাপ্ত হয়েছে তাতে তাদের দাম ক্ষমতার উপর নির্ভর করে বিভিন্ন হয়ে থাকে। আর এই সকল প্রতিটি ট্রাক্টরের ক্ষেত্রেই এই সাবসিডি অর্থাৎ ভর্তুকি দেওয়া হয়।

Advertisements