নিজস্ব প্রতিবেদন : বেশি অর্থ রোজগার করার স্বপ্ন কমবেশি সকলের মধ্যেই রয়েছে। তবে এই স্বপ্ন বা ইচ্ছা থাকলেও উপযুক্ত সুযোগ না থাকার কারণে এই সকল মানুষদের অনেকেই নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারেন না। তবে এবার মাসে ৮০ হাজার টাকা পর্যন্ত রোজগার করার সুযোগ দিচ্ছে IRCTC। এই সংস্থার এজেন্ট হয়েই আপনি এই বিপুল পরিমাণ অর্থ রোজগার করতে পারবেন।
রেলের টিকিট বুকিং করার ক্ষেত্রে ভারতীয় রেলের সাথে IRCTC গাঁটছড়া বেঁধে দীর্ঘদিন ধরেই পরিষেবা প্রদান করে আসছে। ভারতীয় রেলের মোট যে পরিমান সংরক্ষিত টিকিট রয়েছে তার ৫৫% টিকিট বিক্রি করা যায় অনলাইনে। অনলাইনে টিকিট প্রদান করে থাকে IRCTC। আর এই সংস্থার বুকিং এজেন্ট হয়েই এই টাকা রোজগার করা যেতে পারে।
বুকিং এজেন্ট ততকাল, ওয়েটিং লিস্ট থেকে আরএসি সহ সবধরনের টিকিট বুক করতে পারেন। এইসকল টিকিট বুকিং করার ক্ষেত্রে ভালো কমিশন রয়েছে। টিকিট বুকিং-এর সংখ্যা সংস্থার নির্ধারিত সংখ্যা অনুযায়ী পূরণ করে মাসে ভালো অর্থ রোজগার করা যেতে পারে।
বুকিং এজেন্টরা নন এসি ক্লাসের টিকিট বুকিং-এর ক্ষেত্রে পিএনআর প্রতি ২০ টাকা করে কমিশন পেয়ে থাকেন। এসি টিকিটের ক্ষেত্রে এই কমিশন হয়ে যায় দ্বিগুণ। অর্থাৎ এসি ক্লাসের টিকিট বুকিং এর ক্ষেত্রে পিএনআর প্রতি একজন আইআরসিটিসি টিকিট বুকিং এজেন্ট পিএনআর প্রতি পেয়ে থাকেন ৪০ টাকা। এছাড়াও ২০০০ টাকা লেনদেনের ক্ষেত্রে পাওয়া যায় ১% কমিশন। এইভাবে নানান ক্ষেত্রে আইআরসিটিসি একজন বুকিং এজেন্ট হয়ে মাসে ৮০ হাজার টাকা পর্যন্ত রোজগার করা যেতে। এজেন্টরা অসংখ্য টিকিট বুকিং করতে পারেন। মাসে ৩০০ টিকিটের বেশি টিকিট বুকিং করার জন্য ৫ টাকা করে দেওয়া হয়।
আইআরসিটিসি টিকিট বুকিং এজেন্ট হওয়ার জন্য অনলাইনে আবেদন করা যায়। আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়। ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হয় আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল নম্বর, ই-মেইল আইডি, ছবি, ঠিকানার প্রমানপত্র ইত্যাদি।