বাবা ছিলেন বাস কন্ডাকটর, কেমন ছিল রাজ কুন্দ্রার ছোটবেলা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি পর্নোগ্রাফির নাটের গুরু হিসাবে দেশজুড়ে শোরগোল ফেলেছে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তার হওয়া। অভাবে স্বভাব নষ্ট করে, এই প্রবাদই যেন বাস্তবায়িত হলো রাজ কুন্দ্রার ক্ষেত্রে। নামকরা ব্যবসায়ী, বিলাসবহুল বাড়ির বাসিন্দা, বলিউডের সুন্দরী অভিনেত্রী স্ত্রী, স্বপ্নের মতো জীবনের সাথে কাটানো রাজ কুন্দ্রার ছোটবেলা কিন্তু কেটেছে অভাবের তাড়নাই। টাকার নেশায় বুঁদ হয়ে দ্রুত বড়লোক হওয়ার লক্ষ্য নিয়েই কি পর্ণগ্রাফিতে নেমে ছিলেন তিনি? সম্প্রতি এই প্রশ্ন উঠছে।

Advertisements

Advertisements

রাজ কুন্দ্রা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ছোটবেলা তার কেটেছিল অভাব-অনটনের মধ্যে। তিনি জানিয়েছিলেন তাঁর বাবা ছিলেন একজন বাস কন্ডাক্টর এবং তার মা কাজ করতেন একটি কারখানায়। কোন মতে তাদের সংসার চলতো। এরপর আঠারো বছর বয়স হলে কলেজের পড়াশোনা ছেড়ে তিনি রোজগারের পথে নামেন।

Advertisements

তিনি নিজের খরচ নিজেই চালাতেন এবং যৌবনে পা রাখার সাথে সাথে বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত হন। এক সময় তিনি অল্প দিনের জন্য চাকরিও করেছেন। তবে তার সব সময় ঝোঁক ছিল ব্যবসার প্রতি। ব্যবসা হিসেবে তিনি নেপাল থেকে পসমিনা শল এনে বিদেশে রপ্তানী করতেন। আর এই ব্যবসাই তাকে উন্নতির শিখরে পৌঁছে দেয়।

এরপর তার পা রাখা বিনোদন জগতে। বিনোদন জগতে পা রেখে তিনি জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টিকে বিয়ে করেন। তবে শিল্পাই তার প্রথম স্ত্রী নন। এর আগে রাজ কুন্দ্রার আরও একবার বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রীর নাম হলো কবিতা। রাজের প্রথম পক্ষের এক কন্যা সন্তানও রয়েছে। কবিতাকে ডিভোর্স দেওয়ার পর তিনি বিয়ে করেন শিল্পাকে।

এই সাক্ষাৎকারে রাজ কুন্দ্রা জানিয়েছিলেন, “আমি টাকা খরচ করার সময় একটুও ভাবি না। যে দারিদ্র দেখেছি, যে কষ্ট সহ্য করেছি, সেটা ভুলতেই দু’হাতে রোজগার করি, দু’হাতে উড়িয়ে দিই! আমি দারিদ্রকে ঘেন্না করি। বড়লোক থেকে আরও বড়লোক হতে চাই!”

রাজ কুন্দ্রা প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। এমনকি তিনি তার স্ত্রী শিল্পাকে নিয়ে টিকটক ভিডিও করতেন। যেগুলি সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়ে পড়তো। আপাত দৃষ্টিতে তাদের দুজনের সংসার সুখের ছিল। তবে রাজ কুন্দ্রা সবসময়ই টাকার পিছনে দৌঁড়াতেন এমনটাই জানা যাচ্ছে।

Advertisements