নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ কয়েক বছর ধরেই রেলে গতি আনতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে ভারতীয় রেলকে। কখনো অত্যাধুনিক ট্রেন, কখনো অত্যাধুনিক ব্যবস্থা এমন একাধিক পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে প্রতিনিয়ত বিপ্লব আনার চেষ্টা চালানো হচ্ছে। সম্প্রতি এমনই একটি ভিডিও সামনে এলো যাতে দেখা যাচ্ছে ঘন্টায় ১৮০ কিলোমিটার বেগে ছুটছে ট্রেন।
এই নতুন ট্রেনের সম্প্রতি ট্রায়াল রান হয়েছে। মাধোপুর সেকশনে নাগদা-কোটা-সাওয়াই লাইনের নতুন অত্যাধুনিক এই এসি-২ টায়ার কোচের সফল ট্রায়াল রান সম্পন্ন হয়। সেই ট্রায়াল রানের একটি ভিডিও ভারতীয় রেলের তরফ থেকে টুইট করা হয়েছে।
পশ্চিম রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই ট্রায়াল রানের মাধ্যমে কোচের বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখা হয়। পাশাপাশি এই ট্রায়াল রান সফল ভাবে সম্পন্ন হয়েছে বলেও জানানো হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। ভারতীয় রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে, ভারতীয় রেল ৬০টিরও বেশি ট্রায়াল চালিয়েছে বিভিন্ন ইঞ্জিন এবং কোচের। সেই মতো মাধোপুর সেকশনের নাগদা-কোটা-সাওয়াই লাইনে এই পরীক্ষা চালানো হয়। এই লাইনের দৈর্ঘ্য ৩৫০ কিলোমিটার। এখনও পর্যন্ত ৮৯০০ কিলোমিটারের ট্রায়াল রান হয়েছে এই সেকশনে।
Kota Division in West Central Railway successfully conducted trials of LHB AC 2 Tier coaches at 180 kmph in Nagda-Kota-Sawai Madhopur section. pic.twitter.com/oXRYZQXn8C
— Ministry of Railways (@RailMinIndia) July 21, 2021
ভবিষ্যতে এই লাইনে দিল্লী মুম্বই রুটে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের বলে জানা যাচ্ছে। বর্তমানে এই রুটে প্রতি ঘন্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে ট্রেন যাতায়াত করে। তবে শুধু এই রুটে নয়, এছাড়াও আরও একাধিক রুটে ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার পরিকল্পনা ইতিমধ্যেই ভারতীয়দের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। যার মধ্যে একটি রুট হলো হাওড়া থেকে দিল্লি। আগামী ২০২৪ সালের মধ্যেই এই সকল পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যমাত্রা রয়েছে ভারতীয় রেলের।