নিজস্ব প্রতিবেদন : মৌসুমী বায়ুর দাপটের পাশাপাশি নতুন করে একটি নিম্নচাপ দেখা দিয়েছে বঙ্গোপসাগরে। এই দুয়ের কারণে আগামী কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যজুড়ে ঝেঁপে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই গত রাত থেকে কলকাতা এবং রাজ্যের অন্যান্য একাধিক জেলা বৃষ্টিতে ভিজেছে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যে নিম্নচাপের অভিমুখ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের দিকে। পশ্চিমবঙ্গে আপাতত নিম্নচাপ প্রবেশ করার কোনো আশঙ্কা না থাকলেও এই নিম্নচাপের প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। শনিবার সকাল থেকে রাজ্যের একাধিক জেলার আকাশ মেঘে ঢাকা। তার সাথে সাথে দফায় দফায় একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টি।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, দিনভর এই আবহাওয়া বজায় থাকবে। পাশাপাশি আগামী কয়েক ঘন্টার মধ্যেই হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
অন্যদিকে বীরভূম এবং তার পার্শ্ববর্তী এলাকায় শনিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলবে। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানানো হয়েছে।
তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর পরিস্থিতি থেকে এখনই স্বস্তি মিলবে না রাজ্যের বাসিন্দাদের এমনটাও জানানো হয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। যে সকল এলাকায় বৃষ্টি হবে সেই সকল এলাকায় সাময়িকভাবে কিছু সময়ের জন্য স্বস্তি মিলতে পারে।