প্ল্যান মাফিক এগোলেই কয়েক কোটিপতি, সামনে এলো রাজ কুন্দ্রার রোজগারের হিসাব

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পর্নোগ্রাফি ব্যবসা নিয়ে দিন কয়েক ধরেই উত্তাল হয়েছে গোটা দেশ। অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর থেকেই একাধিক তথ্য সামনে উঠে আসছে। এই সকল তথ্যের মধ্যে সম্প্রতি উঠে এসেছে যদি রাজ কুন্দ্রা এই ব্যবসা ঠিকঠাক অর্থাৎ পরিকল্পনামাফিক এগিয়ে নিয়ে যেতে পারতেন তাহলে তিনি কত টাকা রোজগার করতেন?

Advertisements

Advertisements

পরিকল্পনামাফিক ব্যবসা এগোলে রাজ কুন্দ্রার যে টাকা রোজগার হতো তা নিয়ে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ একটি পাওয়ার পয়েন্ট প্রেসেন্টেশন তৈরি করেছে। যা থেকে জানা যাচ্ছে আগামী তিন বছরে বলিফেম নামে যে অ্যাপ থেকে ব্যবসা করার পরিকল্পনা ছিল তার। সেখান থেকে কয়েক কোটি টাকা রোজগার করার পরিকল্পনা ছিল তার।

Advertisements

হিসাব অনুযায়ী ২০২১-২২ অর্থবর্ষে ৩৬ কোটি ৫০ লক্ষ টাকা আয় করার লক্ষ্য ছিল রাজ কুন্দ্রা। এই আয় থেকে তার লাভ হতো ৪ কোটি ৭৬ লক্ষ ৮৫ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে রোজগারের লক্ষ্য ছিল ৭৩ কোটি টাকা। প্ল্যানমাফিক পরবর্তী অর্থবর্ষে কয়েক গুণ রোজগার করার লক্ষ্যমাত্রা ছিল। এই বছর রাজ কুন্দ্রা রোজগার করতে মোট ১৪৬ কোটি টাকা। ট্যাক্স দিতে হত ৩০ কোটি ৪২ লক্ষ টাকা।

মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সূত্রে পাওয়া এই নথি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সামনে এনেছে। দুপাতার সেই নথিতে আরও একাধিক তথ্য রয়েছে। এই সকল নথিতে বলিফেমের যে রোজগার দেখানো হয়েছে তা পুরোটাই দেখানো হয়েছে পাউন্ডে। অর্থাৎ ভারতীয় মুদ্রার হিসাব দেখানো হয়নি। গত ফেব্রুয়ারি মাসে রাজ কুন্দ্রার সহকারি উমেশ কামাতকে গ্রেপ্তার করার পর এই সকল নথি আসে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে।

Advertisements