উচ্চমাধ্যমিকের ফল নিয়ে বিক্ষোভ, অসন্তোষ মেটাতে ৬ ঘোষণা শিক্ষা সংসদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহে প্রকাশিত হয়েছে চলতি বছরের পরীক্ষা না হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। তবে পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার সাথে সাথেই রাজ্যজুড়ে যে বিক্ষোভ দানা বেঁধেছে তা এখনও প্রশমিত হয় নি। বিক্ষোভরত অধিকাংশ পড়ুয়া এবং অভিভাবকদের দাবি, নম্বর কম দেওয়া হয়েছে অথবা ফেল করানো হয়েছে। আর এই সকল অধিকাংশ পড়ুয়া এবং তাদের অভিভাবকরা ফলাফল রিভিউয়ের দাবি তুলেছেন।

Advertisements

Advertisements

ইতিমধ্যেই এই সমস্যা সমাধানের জন্য রাজ্য শিক্ষা দপ্তর প্রতিটি জেলার জেলাশাসক এবং অন্যান্য আধিকারিকদের হস্তক্ষেপ করার নির্দেশ দিয়েছে। আর এর সাথে সাথেই এবার নতুন একটি নির্দেশিকা জারি করল শিক্ষা সংসদ। যেখানে ৬টি ঘোষণা করা হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে।

Advertisements

অসন্তোষ মেটাতে রিভিউ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাসের তরফ থেকে। নির্দেশিকা মূলত প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা শিক্ষিকাদের উদ্দেশ্যে হলেও এর সাথেই জড়িয়ে রয়েছে ফলাফল নিয়ে অসন্তুষ্ট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ।

১) রিভিউ সংক্রান্ত সমস্ত আবেদন গ্রহণ করা হবে ৩০ জুলাই ২০২১ পর্যন্ত। এই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আর কোনো রকম আবেদন গ্রহণ করা হবে না।

২) বিদ্যালয়ের প্রধান কর্তৃক আগে একাদশ শ্রেণির যে নম্বর জমা দেওয়া হয়েছে সেই নম্বরই বিবেচনা করা হবে। নতুন করে আর কোন নম্বর পাঠালে তা বিবেচনা করা হবে না।

৩) যে সকল পরীক্ষার্থীদের জন্য আবেদন করবেন তাদের আবেদন খতিয়ে দেখা হবে সংসদে মাধ্যমিক এবং একাদশ শ্রেণির নম্বর সংরক্ষিত রয়েছে তার ভিত্তিতেই।

৪) ফেল করা ছাত্র ছাত্রীরা যারা ইতিমধ্যেই সংশোধিত মার্কশিট পেয়েছে অথবা পাবে তাদের কোনো রিভিউ আবেদন গ্রহণ করা হবে না।

৫) রিভিউ সংক্রান্ত আবেদন করার পর যে ফলাফল প্রকাশিত হবে সেই ফলাফলই চূড়ান্ত ফলাফল হিসেবে বিবেচিত হবে।

৬) সরকারের অনুমোদনক্রমে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা পরিস্থিতি অনুকূল হলে নতুন করে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার সুযোগ পাবে।

Advertisements