নিজস্ব প্রতিবেদন : বছরের প্রতি মাসেই ব্যাঙ্কিং থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়মে নানান বদল ঘটতে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক সেইভাবে আগামী আগস্ট মাসের ১লা তারিখ থেকেও বেশ কিছু নিয়মের বদল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই সকল নিয়মের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ নিয়ম হলো পোস্ট অফিসের একটি নিয়ম।
পোস্ট অফিসের পোস্ট অফিস ব্যাঙ্ক অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের ক্ষেত্রে এই নিয়মে বদল আসতে পারে। পোস্ট অফিস ব্যাঙ্কের ডোর স্টেপ পরিসেবার ক্ষেত্রে লাগু হতে চলেছে চার্জ। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এই বাড়তি চার্জ আগামী ১লা আগস্ট থেকে লাগু হবে।
সূত্র মারফত জানা যাচ্ছে, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা ১লা আগস্ট থেকে তাদের ডোর স্টেপ পরিষেবা নিতে চাইলে প্রতি রিকোয়েস্টের জন্য ২০ টাকা করে চার্জ দিতে হবে। ডোর স্টেপ অর্থাৎ বাড়িতে এসে যে কোন পরিষেবা বহনের ক্ষেত্রেই এই চার্জ বসানো হচ্ছে।
ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের ডোর স্টেপ পরিষেবার মাধ্যমে গ্রাহকরা বাড়িতে বসে যেসকল পরিষেবার ক্ষেত্রে চার্জ দিতে হবে সেগুলি হল টাকা তোলা অথবা জমা দেওয়ার ক্ষেত্রে, ফান্ড ট্রান্সফার করার ক্ষেত্রে, সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ, আরডি, এলএআরডি-র ক্ষেত্রে, বিল পেমেন্টের ক্ষেত্রে, সেন্ড মানি পরিষেবার জন্য স্ট্যান্ডিং ট্রানজাকশনের ক্ষেত্রে, পিওএসবির ক্ষেত্রে।
তবে এগুলির পাশাপাশি বেশ কিছু পরিসেবা রয়েছে যেগুলির জন্য কোন চার্জ দিতে হবে না বলে জানা যাচ্ছে। যেসকল পরিসেবার ক্ষেত্রে কোন চার্জ দিতে হবে না সেগুলি হল নমিনি আপডেশন, প্যান আপডেট, আধার সিডিং, মোবাইল নম্বর বা ই-মেল আইডি আপডেট, নতুন অ্যাকাউন্ট খোলা, লাইফ ইনস্যুরেন্স, ডায়রেক্ট মানি ট্রান্সফার, ডিজিটাল লাইফ সার্টিফিকেট, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায়।