নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আর এই মুষলধারে বৃষ্টির কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত। স্বাভাবিক জনজীবনের পাশাপাশি একাধিক রুটে দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি একাধিক রুটে দূরপাল্লার ট্রেনের সময়সূচী বদল করা হয়েছে।
রেলের তরফ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে, হাওড়া ভাগলপুল এক্সপ্রেস, হুল এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, লাল কুঁয়া এক্সপ্রেসের মতো একাধিক ট্রেনের সময়সূচী বদলের কথা। আবার হাওড়া ব্যান্ডেল, হাওড়া আরামবাগ লোকাল ট্রেন আপ ও ডাউন লাইনে বাতিল করা হয়েছে এমনটাও জানানো হয়েছে। এ ছাড়াও বেশকিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের থেকে অনেকটা দেরিতে ছাড়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।
যে সকল ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে ছাড়বে সেই সকল ট্রেনগুলি হল দুন এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস, হাওড়া নয়াদিল্লি সুপারফাস্ট এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন। দক্ষিণ পূর্ব রেলের যে ১২টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনের ছাড়ার স্টেশন পরিবর্তন করা হয়েছে, যেগুলি হলো হাওড়া-মুম্বই বিশেষ এক্সপ্রেস ট্রেন শুক্রবার হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে ছাড়বে। হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস হাওড়ার বদলে খড়্গপুর থেকে ছাড়বে শুক্রবার সন্ধ্যায়।
Due to incessant rain since yesterday at Kolkata, Howrah and adjoining districts and water logging in different yards including Howrah yard, the following trains of South Eastern Railway will be short originated :-#RailParivar pic.twitter.com/N0Ijrtx1AH
— South Eastern Railway (@serailwaykol) July 30, 2021
Due to incessant rain since yesterday at Kolkata, Howrah and adjoining districts and water logging in different yards including Howrah yard, the following trains of South Eastern Railway will be short terminated :-#RailParivar pic.twitter.com/W8NW0wiRmo
— South Eastern Railway (@serailwaykol) July 30, 2021
Due to incessant rain since yesterday at Kolkata, Howrah and adjoining districts and water logging in different yards including Howrah yard, the following trains of South Eastern Railway will be short originated :-#RailParivar pic.twitter.com/ccy2lR5e0F
— South Eastern Railway (@serailwaykol) July 30, 2021
Due to incessant rain since yesterday at Kolkata, Howrah and adjoining districts and water logging in different yards including Howrah yard, the following trains of South Eastern Railway will be short terminated :-#RailParivar pic.twitter.com/24FszAhHoq
— South Eastern Railway (@serailwaykol) July 30, 2021
Due to incessant rain since yesterday at Kolkata, Howrah and adjoining districts and water logging in different yards including Howrah yard, the following trains of South Eastern Railway will be short terminated :-#RailParivar pic.twitter.com/jBVmotJDgQ
— South Eastern Railway (@serailwaykol) July 30, 2021
মূলত প্রবল বৃষ্টির কারণে টিকিয়াপাড়া কারসেডে জল জমা হয়ে যাওয়া এবং রেললাইন রক্ষণাবেক্ষণের স্বাভাবিক কাজ ব্যাহত হওয়ায় এই সকল ট্রেন বাতিল, সময়সূচি পরিবর্তন অথবা স্টেশন পরিবর্তনের মতো সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানা যাচ্ছে।