অলিম্পিকে পদক জিতেও সেই একই রইলেন মীরাবাঈ, মাটিতে বসেই খেলেন খাবার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর অলিম্পিকে প্রথম পদক এনে ভারতের পদক পাওয়ার খাতা খুলে দিয়েছেন মীরাবাঈ চানু। ৪৯ কেজি ভারত্তোলন বিভাগে তিনি রুপো জয় করেছেন। তার এই জয় শুধু ভারতকে পদক এনে দিয়েছে তা নয়, এই বিভাগে দীর্ঘ দুই দশকের খরা কেটেছে তার হাত ধরেই। পাশাপাশি অলিম্পিক শুরু হওয়ার প্রথম দিকেই এইভাবে পদক জয় ভারতের কাছে ঐতিহাসিক।

Advertisements

Advertisements

তবে এসবের পরেও অলিম্পিক পদকজয়ী মীরাবাঈ চানু নিজের স্বভাবের কোনো রকম পরিবর্তন ঘটান নি। তিনি আছেন সেই আগের মতই। সম্প্রতি তার মাটিতে বসে খাবার খাওয়ার একটি ছবি তা প্রমাণ করে। মীরাবাঈ চানু সেই মাটিতে বসে খাবার খাওয়ার ছবিটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে সেনসেশন হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

মনিপুরের অলিম্পিক পদকজয়ী এই মীরাবাঈ চানু বাড়ি ফিরে আর পরিবারের আর পাঁচটা মেয়ের মতোই সাধারণভাবেই মাটিতে বসে খাবার খেলেন। ছবিতে দেখা যাচ্ছে মনিপুরের বাড়িতে তিনি রান্না ঘরে মাটিতে বসে আরো দুজনের সাথে খাবার খাচ্ছেন। আর এই খাবার খাওয়ার সময়েই ক্যামেরার দিকে পোজ দিয়েছেন।

সম্প্রতি এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ার পর তা রি-টুইট করেছেন বলিউডের অন্যতম অভিনেতা মাধবন। তিনি এই মুহূর্তে দেখে যেমন আপ্লুত হয়েছেন ঠিক তেমনই ক্যাপশনে লিখেছেন, ‘আরে এটা সত্যি হতে পারে না। আমি বলার জন্য শব্দ হারিয়ে ফেলেছি’।

অন্যদিকে টোকিও অলিম্পিক থেকে পদক জয় করে বাড়ি ফেরার পর মীরাবাঈ চানু গত দু’দিন আগেই পরিবারের সদস্যদের সাথে হাসিখুশি কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘২ বছর পরে পরিবারের সঙ্গে দেখা করতে পাওয়ার সুযোগকে ভাষায় বর্ণনা করা সম্ভব নয়।’

Advertisements