নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে ইতিমধ্যে আনা হয়েছে নতুন লেবার কোড। এই লেবার কোড গত ১ জুলাই চালু হওয়ার কথা থাকলেও রাজ্যগুলি প্রস্তুত না থাকার কারণে তা চালু হয়নি। তবে এই লেবার কোড চালু হতে চলেছে আগামী ১লা অক্টোবর থেকে। নতুন এই লেবার কোর্ট চালু হলেই এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে বেসরকারি সংস্থার কর্মচারীদের বেসিক স্যালারি।
নতুন এই লেবার কোড নিয়ে লেবার ইউনিয়নগুলির তরফ থেকে দাবি করা হয়েছে, কর্মীদের বেসিক স্যালারি ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার টাকা করা হোক। এই দাবি অনুযায়ী অনেকটাই বাড়তে চলেছে কর্মীদের বেসিক স্যালারি। নতুন এই আইন অনুযায়ী বেসিক স্যালারি হতে হবে মোট বেতনের ৫০% বা তার বেশি হতে হবে।
এরই পরিপ্রেক্ষিতে নতুন লেবার কোড অনুযায়ী সালারি স্ট্রাকচার বদলাতে চলেছে। তবে বেসিক স্যালারি বাড়লেও পিএফ এবং গ্র্যাচিউটির জন্য অনেক বেশি টাকা কাটা হবে। সেক্ষেত্রে টেক হোম স্যালারির পরিমাণ অনেকটাই কমে যাবে। তবে অবসরের সময় এই পিএফ এবং গ্র্যাচিউটি বাবদ যে অর্থ পাওয়া যাবে তা বর্তমান লেবার কোডের তুলনায় কয়েকগুন বেশি হবে।
কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, গত ১ জুলাই থেকেই নতুন এই লেবার কোড লাগু করার জন্য তৈরি ছিল কেন্দ্র। কিন্তু রাজ্যগুলি সরকারের কাছে সময় চায়। তারই পরিপ্রেক্ষিতে ১ অক্টোবর থেকে এই লেবার কোড চালু করা হতে পারে।
প্রসঙ্গত, নতুন এই লেবার কোড চালু হলে শ্রম আইনে যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। বেতন পরিকাঠামো ছাড়াও সপ্তাহে কাজের দিন ইত্যাদি একাধিক ক্ষেত্রে একাধিক রদবদল ঘটতে চলেছে।