ছুটির দিনেও অ্যাকাউন্টে জমা পড়বে টাকা, ব্যাঙ্কের নিয়ে একাধিক রদবদল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতি মাসে নিয়ম বদলের মত চলতি মাসে ব্যাঙ্কিং একাধিক ক্ষেত্রে নিয়মে রদবদল আনা হয়েছে। এই সকল রদবদলের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ছুটির দিনেও খাতায় জমা পড়বে গ্রাহকদের টাকা। এই পদক্ষেপ নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি গ্রাহকরা। এছাড়াও আরও একাধিক রদবদল হয়েছে চলতি মাসে।

Advertisements

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিদ্ধান্ত অনুযায়ী রোজ চালু থাকবে এনএসিএইচ অর্থাৎ ন্যাচ। যার ফলে রবিবার সহ যে কোন ছুটির দিনেই ক্লিয়ারিং হাউস জনিত ট্রান্সফারের সুবিধা পাওয়া যাবে। এযাবৎ এই সুবিধা পাওয়া যেত না। যে পদ্ধতি চালু ছিল তাতে ছুটির দিন এমন লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকতো। তাতে যেমন বেতনভুক্ত কর্মচারী অথবা পেনশনভোগীরা বা লোনের কিস্তি জমা দেবেন এমন ব্যক্তিরা অসুবিধায় পড়তেন, সেই অসুবিধা থেকে এবার রেহাই।

Advertisements

এখন এই নতুন ব্যবস্থা চালু হওয়ার ফলে পেনশন, ডিভিডেন্ড এবং সুদ ছাড়াও ইউটিলিটি বাবদ অর্থাৎ গ্যাস, ফোন,ইলেক্ট্রিসিটি ইত্যাদি ট্রান্সফার করা যাবে। লগ্নিকারীদের জন্যও নতুন ব্যবস্থা সুবিধাজনক হবে, কারণ এখন মিউচুয়াল ফান্ডের কিস্তি এবং ইনসিওরেন্স প্রিমিয়াম, দুটোই দেওয়া সম্ভব হবে। সবথেকে সুবিধা হল কর্মচারীদের বেতন অথবা পেনশনভোগীদের পেনশনের টাকা মাসের যে কোনদিন তাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।

এর পাশাপাশি অন্যান্য যেসকল নিয়মে রদবদল করা হয়েছে তার মধ্যে হল এটিএম চার্জ বৃদ্ধি করা। এটিএমের ক্ষেত্রে ব্যাঙ্কের ইন্টারচেঞ্জ ফি ১৫ টাকা থেকে বেড়ে ১৭ টাকা হয়েছে। এক্ষেত্রে বিনামূল্যে এটিএম ব্যবহার করার উর্ধ্বসীমা পার করার পরেই এই চার্জ করা হবে।

Advertisements